Child Care: আপনার বাচ্চা কী অল্পতেই মেজাজ হারাচ্ছে? বাচ্চার মন বোঝেন তো? না হলেই বিপদ! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Child Care: শিশুর মন বোঝা কিন্তু খুব দরকার! না হলেই বড় সমস্যায় পড়তে হতে পারে আপনাকে! জানুন কী করবেন
advertisement
1/6

মোবাইল ছাড়া শিশুর মন বসে না। অনেক শিশু আছে যারা অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলে। কোনও কাজেই তাদের মন বসে না। তাদের শেখার আগ্রহও কম থাকে। তাদের নিয়ে রীতিমত নাজেহাল হতে হয় বাবা-মাকে।
advertisement
2/6
কী কারণে আপনার সন্তান অধৈর্য হয়ে পড়ছে তা বুঝে নিতে হবে আপনাকেই। তারপর সেখান থেকে দ্রুত সন্তানকে বের করতে কতকগুলি উপায় ব্যবহার করুন।
advertisement
3/6
শিশুর সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। তার সঙ্গে প্রচুর কথাবার্তা বলে তার হতাশার কারণ জানার চেষ্টা করুন। অনেক সময় শিশুরা কোনও বিষয়ে হতাশ হয়ে গেলে ধৈর্য হারিয়ে ফেলে।
advertisement
4/6
আপনার শিশুকে বুঝতে চেষ্টা করুন। তার ঘুম বা খাওয়াদাওয়ার ওপর নজর দিন। শারীরিক অসুস্থতাও অনেক সময় শিশুদের অধৈর্যের কারণ হতে পারে।
advertisement
5/6
শিশুর ধৈর্য বা একাগ্রতা বাড়াতে তার সঙ্গে ছোট ছোট খেলা খেলতে পারেন। পাজেল একটি দুর্দান্ত উপকরণ হতে পারে।
advertisement
6/6
শিশুর ধৈর্য আর একাগ্রতা বাড়াতে তাকে গল্প বলুন বা পড়ে শোনান। অধিকাংশ শিশুই গল্প শুনতে ভালবাসে। তারপর সেই গল্পটাই আপনাকে বলতে বলুন। তাতে শিশুর ধৈর্য যেমন বাড়বে তেমনই কল্পনা ও স্মৃতিশক্তি বাড়বে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Child Care: আপনার বাচ্চা কী অল্পতেই মেজাজ হারাচ্ছে? বাচ্চার মন বোঝেন তো? না হলেই বিপদ! জানুন