Chicken Soup Recipe: শীতে মাঝে মাঝেই চিকেন স্যুপ খাচ্ছেন? জানেন শরীরে এর কী প্রভাব পড়ে? জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
Chicken Soup Recipe: শীতকালে ঠান্ডা লাগার পর এখন অনেকেই খাচ্ছেন চিকেন স্যুপ। রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়াতে এই স্যুপ খাচ্ছেন অনেকেই।
advertisement
1/6

শীতকালে ঠান্ডা লাগার পর এখন অনেকেই খাচ্ছেন চিকেন স্যুপ। রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়াতে এই স্যুপ খাচ্ছেন অনেকেই। কিন্তু জানেন কি এই স্যুপ রোজ খেলে ফিরবে আপনার ভাঙা স্বাস্থ্য। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/6
চিকেন স্যুপ হার্ট ভাল রাখে, চিকেনে উপস্থিত ফাইটোনিউট্রিয়েন্টস শরীরে প্রবেশ করে ক্ষতিকর টক্সিক উপাদান বের করে দেয় শরীর থেকে। কোলেস্টেরলের মাত্রা কমায় এই স্যুপ।
advertisement
3/6
রক্তচাপ নিয়ন্ত্রণ করে, কমায় স্ট্রেস। মুরগির মাংসে থাকা ট্রাইপোটফ নামক উপাদান শরীরে সেরাটোনিন হরমোনের ক্ষরণ বারিয়ে দেয়। ফলে চাঙ্গা হয়ে ওঠে মন।
advertisement
4/6
এই স্যুপ বাড়িতে তৈরি করতে হলে আপনাকে প্রথমে চিকেনগুলিকে ছোট করে কাটতে হবে। পরে ওই চিকেনগুলিকে মাখন দিয়ে ভেজে নিতে হবে। সঙ্গে দিতে হবে রসুন, আদা, পিঁয়াজ।
advertisement
5/6
ভাজা হয়ে এলে সেগুলিকে সেদ্ধ করতে হবে। এবার সেই সেদ্ধ চিকেন তুলে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিতে হবে। এরপর প্রয়োজন মতো নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে রান্না করতে হবে। এবার ডিমের সাদা অংশ নিয়ে স্যুপের মধ্যে মেশাতে হবে।
advertisement
6/6
শেষে পাতিলেবুর রস দিতে হবে স্যুপে। তারপর লঙ্কাকুচি, টমেটো সস-সহ একাধিক সবজি দিয়েও তৈরি করতে পারেন এই স্যুপ। তাহলে আর দেরি কীসের, ভাঙা স্বাস্থ্য পুনরুদ্ধারে রোজ খান চিকেন স্যুপ। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Chicken Soup Recipe: শীতে মাঝে মাঝেই চিকেন স্যুপ খাচ্ছেন? জানেন শরীরে এর কী প্রভাব পড়ে? জানুন