Chhuli Home Remedies: ছুলির জন্য গালে, হাতে ছোপ ছোপ সাদা দাগে চরম লজ্জা? ঘরোয়া টোটকায় দাগ উঠবে এক চুটকিতেই
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Chhuli Home Remedies: ছুলি সারাতে ডাক্তারের পরামর্শমতো ওষুধ তো খাবেনই৷ সঙ্গে কিছু ঘরোয়া টোটকাও পালন করতে পারেন৷
advertisement
1/10

ভারতের মতো ক্রান্তীয় গ্রীষ্মপ্রধান দেশে চর্মরোগ নতুন কথা নয়৷ তার মধ্যে ছুলি খুবই চেনা অসুখ৷ এই রোগে ত্বকের উপর সাদা সাদা ছোপছাপ দাগ পড়ে যায়৷ ত্বক থেকে ওই দাগ উঠতে সময় লাগে৷
advertisement
2/10
বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শমতো ওষুধ তো খাবেনই৷ সঙ্গে কিছু ঘরোয়া টোটকাও পালন করতে পারেন৷ বলছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ দীক্ষা ভাভসর।
advertisement
3/10
সাধারণত বর্ষায় এই অসুখ বাড়ে৷ তবে অনেকের ক্ষেত্রে শীতেও ছুলির মতো চর্মরোগ দেখা যায়৷ ত্বকের ক্ষতির পাশাপাশি এই রোগের দাগও অস্বস্তিকর৷ তাই জেনে নিন কিছু ঘরোয়া টোটকা৷
advertisement
4/10
রোজ দু’বার ছুলির উপর দিন লেবুর রস। ২০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
advertisement
5/10
লেবুর অর্ধাংশে চিনি মাখিয়ে স্ক্রাব তৈরি করেও মালিশ করতে পারেন ছুলির উপর। অসুখের প্রকোপ কমবে। মিলিয়ে আসবে এর দাগও।
advertisement
6/10
ছুলির উপর দিনে দু’বার নারকেল তেল মালিশ করুন। রাতে ঘুমনোর আগে আক্রান্ত জায়গায় নারকেল তেল লাগিয়ে ঘুমোতে যেতে পারেন।
advertisement
7/10
টম্যাটোর রস লাগিয়ে রাখুন ছুলিতে। ২০ মিনিট পর ধুয়ে নিন। সপ্তাহে অন্তত ২-৩ দিন এটা করতে পারেন। তর্জনী দিয়ে ভাল করে মালিশ করে নিন।
advertisement
8/10
ছুলি কমাতে ব্যবহার করতে পারেন পেঁয়াজের রসও। পেঁয়াজের অর্ধেক টুকরো ঘষে নিন হাল্কা হাতে ছুলির উপর। দিনে দু’বার এটা করুন।
advertisement
9/10
২-৩ চামচ টক দই লাগান ছুলির উপর। তার পর ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। দিনে ৩ থেকে ৪ বার করুন এই টোটকা।
advertisement
10/10
অ্যালোভেরার ঠান্ডা জেলি লাগিয়ে রাখুন ছুলি আক্রান্ত জায়গায়। ২০ মিনিট পর ধুয়ে নিন ঠান্ডা জলে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Chhuli Home Remedies: ছুলির জন্য গালে, হাতে ছোপ ছোপ সাদা দাগে চরম লজ্জা? ঘরোয়া টোটকায় দাগ উঠবে এক চুটকিতেই