ছারখার করে দিচ্ছে 'ছারপোকা'...? কুটকুট করে দিচ্ছে চরম 'কামড়'? তুড়িতে তাড়ান! শিখে নিন ছোট্ট সহজ 'টোটকা'
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Chharpoka: মশার মতো ছারপোকাও মানুষের রক্ত চুষে নেয়। তবে এদের 'অপারেশন' চলে সন্তর্পনে। মশাদের তো তাও চোখে দেখা যায়, কিন্তু ছারপোকা সকলের অলক্ষে এসে চুষে নেয় রক্ত।
advertisement
1/16

গরম আর বর্ষা মানেই পোকা-মাকড়ের অত্যাচার চরমে। বাড়ি ভর্তি মশা-মাছি থেকে তেলাপোকা, আরশোলা থেকে চাল-ডালের পোকা সবই পাগল করে ছাড়ে। আরেকটা ছোট্ট প্রাণী প্রাণ ওষ্ঠাগত করে দেয় এই সময়। সেটি হল 'ছারপোকা'!
advertisement
2/16
মশার মতো ছারপোকাও মানুষের রক্ত চুষে নেয়। তবে এদের 'অপারেশন' চলে সন্তর্পনে। মশাদের তো তাও চোখে দেখা যায়, কিন্তু ছারপোকা সকলের অলক্ষে এসে চুষে নেয় রক্ত।
advertisement
3/16
বাড়িতে মশার হাত থেকে কয়েল বা মশারি টানিয়ে মুক্তি পাওয়া গেলেও, ছারপোকার হাত থেকে মুক্তি পাওয়া সহজ ব্যাপার নয়। কারণ সোফা বা বিছানার গদির খাঁজে, বা তোষকের নীচে সকলের নজরের আড়ালে ছারপোকার আস্তানা।
advertisement
4/16
শুধু বাড়িতেই নয়, হোটেল, হোম-স্টে বা ট্রেনে-বাসেও কুটুস কুটুস করে কামড় দিতে থাকে ছারপোকাগুলো। কিন্তু আমরা ভেবে উঠতে পারি না কী দিয়ে এদের তাড়ানো যায়।
advertisement
5/16
বেশিরভাগ ক্ষেত্রে বিছানা, মশারি, বালিশে ছারপোকার উপদ্রব দেখা দেয়। বিছানা ছাড়াও ছারপোকার অন্যতম পছন্দের জায়গা হচ্ছে সোফা এবং অন্যান্য আসবাবপত্র। মূলত অপরিষ্কার বিছানা ও অগোছালো আসবাবপত্রের কারণেই ছারপোকার উপদ্রব বাড়ে।
advertisement
6/16
কিন্তু জানেন কী দামি দামি স্প্রে না দিয়ে শুধুমাত্র কিছু ঘরোয়া টোটকা দিয়েই তাড়িয়ে দেওয়া যায় ছারপোকাদের। পেস্ট কন্ট্রোল ছাড়াই এই কাজ সম্ভব। শুধু জানতে হবে কিছু মোক্ষম ঘরোয়া পদ্ধতি আর জব্বর টোটকা। আজ এই প্রতিবেদনে তারই হদিস।
advertisement
7/16
১: ঘরের যে জায়গায় ছারপোকা আছে সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করে দিন। রোজ রোজ বা সপ্তাহে দু-দিন বা তিনদিন এটি স্প্রে করতে পারলে আরও ভাল। দেখবেন, কয়েকদিনের মধ্যে সব ছারপোকা দূর হয়ে গিয়েছে। বাড়ি হয়ে গিয়েছে ছারপোকা শূন্য।
advertisement
8/16
২: এই বার যে সমাধানটি বলব তা শুনলে আপনিও হা হয়ে যাবেন। জানেন কী ছারপোকা তাড়ানোর জন্য অ্যালকোহলও খুব ভাল কাজ দেয়। ছারপোকা আক্রান্ত খাঁজে বা কোণে সামান্য অ্যালকোহল স্প্রে করে দিন। আস্তে আস্তে আপনার ঘর ছেড়ে পালাবে ছারপোকার দল।
advertisement
9/16
৩: ছারপোকা বেশি উত্তাপ সহ্য করতে পারে না। তাই ঘরের বিছানা, তোষক, লেপ, বালিশ কয়েকদিন পরপর রোদে দিন। বিছানার চাদর অন্তত সপ্তাহে একবার পরিবর্তন করুন। রোদ্দুর আসতে দিন ঘরেও। তাতেও ছারপোকার ঘরছাড়ার সম্ভাবনা বাড়বে।
advertisement
10/16
৪: রোদ না থাকলে বিছানার চাদর, কুশন, বালিশ, সোফার গদি, লেপ, কম্বল বেশি তাপে সেদ্ধ করে ধুয়ে ফেলুন।
advertisement
11/16
৫: খাটকে দেয়ালের সঙ্গে একবারে না লাগিয়ে একটু ফাঁকা করে রাখুন। তাতে ছারপোকা আসা বন্ধ হতে পারে।
advertisement
12/16
৬ : ছারপোকা তাড়াতে মাঝে মধ্যে আসবাবপত্রে কেরোসিনের প্রলেপ দিন। এতে ছারপোকা সহজেই পালাবে।
advertisement
13/16
৭: ন্যাপথলিন কিন্তু ছারপোকা তাড়াতে খুব কার্যকারী। অন্তত মাসে দু’বার ন্যাপথলিন গুঁড়ো করে বিছানা-সহ উপদ্রবপ্রবণ স্থানে ছিটিয়ে দিয়ে রাখুন। ঘরে আর সহজে ছারপোকা হবে না।
advertisement
14/16
৮: পুদিনা পাতার গন্ধ ছারপোকা সহ্য করতে পারে না। তাই যেখানে ছারপোকা বেশি সেখানে বাজার থেকে কিনে এনে পুদিনা পাতা রেখে দিন। বিছানা, সোফার পাশে এবং বাড়ির প্রতিটি কোণেও পুদিনা পাতা রাখতে পারেন। আপনি চাইলে এর স্প্রে করতে পারেন।
advertisement
15/16
৯: ছারপোকা মারার আরেকটি দুর্দান্ত উপায় হল, প্রাকৃতিক কিটনাশকের ব্যবহার। যেসব স্থানে ছারপোকা থাকে, যেমন- বিছানা, ঘরের কোণা, সোফা ইত্যাদিতে কিটনাশক ছিটিয়ে দিন। দেখবেন ছারপোকা দূর হবে।
advertisement
16/16
১০: শুধু তাই নয়, ছারপোকা ময়লা অপরিষ্কার জায়গায় থাকতে পছন্দ করে। ঘরের মধ্যে বা খাটের নীচে একগাদা জিনিস স্তূপ করে রাখবেন না। ঘর যত অপরিষ্কার থাকবে, তত ছারপোকার উৎপাত বাড়বে। ঘর নিয়মিত পরিষ্কার করুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ছারখার করে দিচ্ছে 'ছারপোকা'...? কুটকুট করে দিচ্ছে চরম 'কামড়'? তুড়িতে তাড়ান! শিখে নিন ছোট্ট সহজ 'টোটকা'