বালিশ, তোষক, বিছানা ছেঁকে ধরছে ছারপোকা...! একটু একটু করে বাড়িময় ছড়িয়ে পড়ছে বংশ, ৫ মিনিটে ভ্যানিশ হবে, শিখে নিন তাড়ানোর সবচেয়ে সহজ 'ট্রিক'!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Chharpoka (Bedbugs) Tips: বাড়িতে ছারপোকার একটু একটু করে বংশবিস্তার করছে? সোফা, বালিশ, তোষকের আড়াল থেকে কুটকুট করে কামড়ে রক্ত চুষে নিচ্ছে আপনার অলক্ষেই? হাজার স্প্রে ছড়িয়েও লাভ হচ্ছে না? তাহলে এই প্রতিবেদনটি চটপট পড়ে ফেলুন এইবেলা।
advertisement
1/11

বাড়িতে ছারপোকার একটু একটু করে বংশবিস্তার করছে? সোফা, বালিশ, তোষকের আড়াল থেকে কুটকুট করে কামড়ে রক্ত চুষে নিচ্ছে আপনার অলক্ষেই? হাজার স্প্রে ছড়িয়েও লাভ হচ্ছে না? তাহলে এই প্রতিবেদনটি চটপট পড়ে ফেলুন এইবেলা।
advertisement
2/11
শীতকাল হোক বা গরম অথবা বর্ষা, কিছু কিছু পোকামাকড়ের সঙ্গে আমাদের সহবাস যেন পিছু ছাড়ে না। এর মধ্যে একটি হল ছারপোকা। তেলাপোকা, উইপোকার মতোই আপনার বাড়িতে মুহূর্তের মধ্যে বংশবিস্তার করে জীবন দুর্বিষহ করে তোলে ছারপোকা।
advertisement
3/11
এই ছারপোকাকে রক্তচোষাও বলা হয় কারণ এই পোকা মানুষের অগোচরে মানুষের শরীর থেকে রক্ত চুষে নেয়। বিছানা, বালিশ, মশারি, সোফা এদের পছন্দের আবাসস্থল। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে, এক থেকে শয়ে শয়ে ঘিরে ধরে সকলের অলক্ষ্যে।
advertisement
4/11
তবে টেনশন করবেন না! রইল ৫ পরীক্ষিত উপায়, যাতে মাত্র ৫ মিনিটের মধ্যে আপনার বাড়ি থেকে ছারপোকারা দূর হবে– জেনে নিন কয়েকটি সহজ প্রাকৃতিক উপায় যা মোক্ষম কার্যকরী হতে পারে ছারপোকা তাড়াতে।
advertisement
5/11
২৫০ গ্রাম জলে ৪ চা-চামচ স্যাভলন বা ডেটল মিশিয়ে নিন। জল কম নিলে স্যাভলন-ও কম নেবেন। এবার ডেটল বা স্যাভলন মেশানো জল একটি স্প্রে বোতলে ভরে যেখানে যেখানে ছারপোকার উপদ্রব রয়েছে যেমন খাট-সোফা-বালিশ-তোষক ইত্যাদিতে ছড়িয়ে দিন।
advertisement
6/11
দেখবেন ৫ মিনিটের মধ্যেই ছারপোকা মরে যাবে, আর কখনও আসবে না। এই দ্রবণ দিয়ে টানা এক সপ্তাহ রোজ রোজ স্প্রে করুন বাড়ির সেই জায়গাগুলিতে যেখানে ছারপোকার আশ্রয়স্থল। দেখবেন বাড়ি ছারপোকা মুক্ত হয়ে গিয়েছে।
advertisement
7/11
শশা দিয়ে আরেকটি উপায়ও অত্যন্ত কার্যকরী:গোল গোল করে শশা কেটে নিন। খোসা-সহ কাটবেন। এবার শশাগুলো মিক্সিতে ব্লেন্ড করে নিন। একটা শশার মধ্যে ৩ টেবিল চামচ জল মিশিয়ে ব্লেন্ড করুন।
advertisement
8/11
এবার একটি ব্রাশে শশার মিশ্রণ লাগিয়ে যেখানে যেখানে ছারপোকার উপদ্রব বেশি সেখানে লাগিয়ে দিন। ৫ মিনিটের মধ্যে ছারপোকা পালাবার পথ পাবে না।
advertisement
9/11
ন্যাপথলিন: ছারপোকা তাড়াতে ন্যাপথলিনও খুবই কার্যকারী। মাসে দু’বার ন্যাপথলিন গুঁড়ো করে সেই সমস্ত যায়গায় ছিটিয়ে দিন যেখানে ছারপোকার উপদ্রব বেশি।
advertisement
10/11
ছারপোকা তাড়াতে ন্যাপথলিনও অত্যন্ত কার্যকারী হতে পারে। মাসে দু’বার ন্যাপথলিন গুঁড়ো করে বাড়ির সেই সমস্ত জায়গায় ছিটিয়ে দিন যেখানে ছারপোকার উপদ্রব সবচেয়ে বেশি।
advertisement
11/11
শর্তত্যাগ: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বালিশ, তোষক, বিছানা ছেঁকে ধরছে ছারপোকা...! একটু একটু করে বাড়িময় ছড়িয়ে পড়ছে বংশ, ৫ মিনিটে ভ্যানিশ হবে, শিখে নিন তাড়ানোর সবচেয়ে সহজ 'ট্রিক'!