TRENDING:

Jhargram Winter Tour: শীতের সেরা ৬ টি ডেস্টিনেশন রয়েছে ঝাড়গ্রামেই, একদম অল্প সময়ে যৎসামান্য খরচে ঘুরে আসুন

Last Updated:
শীতের সময় অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম বেড়ানোর পরিকল্পনা থাকলে পর্যটকরা অবশ্যই ঘুরে দেখতে সেরা এই ছয়টি জায়গা।এক ক্লিকেই দেখুন অরণ্য সুন্দরীর ঝাড়গ্রামে বেড়ানোর সেরা ছ'টি ডেস্টিনেশন
advertisement
1/6
শীতের সেরা ৬টি ডেস্টিনেশন রয়েছে ঝাড়গ্রামে,অল্প সময়ে যৎসামান্য খরচে ঘুরে আসুন
জলপ্রপাত দেখার সকলের ইচ্ছে রয়েছে। কিন্তু তা যদি হাতের সামনে হয় তাহলে ইচ্ছাপূরণ করতে আরও সহজ হয়। কলকাতা থেকে খুবই কাছে রয়েছে ঘাগরা জলপ্রপাত। যেখানে বড় বড় পাথরের বুক চিরে বয়ে যাচ্ছে সবুজ রঙের জলরাশি। এই জলপ্রপাতে আটকে যায় পর্যটকদের মন। ইচ্ছা করে বারে বারে ছুটে যেতে।
advertisement
2/6
চিল্কিগড়ের কনক অরণ্য। চিল্কিগড়ের কনক অরণ্যের টানে সারা বছর পর্যটকের ভিড় জমে চিল্কিগড়ে। কনক অরণ্যের মধ্যে রয়েছে দেবী কনক দুর্গার মন্দির। জঙ্গলমহলের আর পাঁচটা জঙ্গলের তুলনায় একেবারেই আলাদা চিল্কিগড়ের জঙ্গল। আমাজন অববাহিকার রেইন ফরেস্ট এর মত লোতান ও প্যাঁচানো গুল্ম জাতীয় উদ্ভিদ রয়েছে পুরো জঙ্গল জুড়ে। রয়েছে কয়েকশো হনুমান। তারা তাদের বাচ্চা নিয়ে খেলা করে বেড়াচ্ছে জঙ্গলে ও মন্দির প্রাঙ্গণে।
advertisement
3/6
ঝাড়গ্রাম শহরের উপকন্ঠেই রয়েছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। সবুজ শাল জঙ্গলের মধ্যে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে রয়েছে। পার্কের মনোরম পরিবেশে বেড়ানোর পাশাপাশি দেখার সুযোগ রয়েছে চিতাবাঘ, হরিণ, ময়ূর, ভাল্লুক, বিভিন্ন প্রজাতির সাপ, বিভিন্ন প্রজাতির পাখি, বানর, কুমির সহ নানা জীব জন্তু। ছবি তোলার জন্য রয়েছে সেলফি জোনও।
advertisement
4/6
ঝাড়গ্রাম ব্লকের আমলাচটি এলাকায় রয়েছে আমলাচটি ভেষজ উদ্যান। এই ভেষজ উদ্যানে প্রায় ৭০০ প্রজাতির ভেষজ উদ্ভিদ রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের অরণ্য পালন বিভাগের আয়তায় রয়েছে এই ভেষজ উদ্যানটি। মাত্র ৫ টাকা টিকিটের বিনিময়ে পর্যটকরা ৭০০ প্রজাতির ভেষজ উদ্ভিদের সঙ্গে পরিচয় করতে পারবে।
advertisement
5/6
বেলপাহাড়িতে রয়েছে খাঁদারানী লেকে। চারিদিকে পাহাড়ে ঘেরা সবুজ শাল জঙ্গলের মধ্যে রয়েছে হালকা সবুজ আঁধার বিস্তর জলরাশি। এই জলরাশির মনোরম পরিবেশ উপভোগ করার জন্য সারা বছরই পর্যটকের ভিড় জমে খাঁদারানীতে। এই শীতের সময় পর্যটকদের কাছে বাড়তি পাওনা থাকে পরিযায়ী পাখি দেখার সুযোগ। এই সময় পরিযায়ী পাখির দল নামে এই জলাশয়ে।
advertisement
6/6
অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে পর্যটকের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হল ঝাড়গ্রাম রাজবাড়ি। ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামে রয়েছে ঝাড়গ্রাম রাজবাড়ি। ঝাড়গ্রাম রাজবাড়ি গেলে দেখা যাবে কফি চাষের বাগান। শতাব্দী প্রাচীন এই রাজবাড়িতে কিছুক্ষণ সময় কাটানোর ইচ্ছে থাকলে সে ব্যবস্থা রয়েছে রাজবাড়ির পক্ষ থেকে। রাজবাড়ীর ভেতরে রয়েছে ঝাড়গ্রাম প্যালেস নামের একটি অতিথিশালা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Jhargram Winter Tour: শীতের সেরা ৬ টি ডেস্টিনেশন রয়েছে ঝাড়গ্রামেই, একদম অল্প সময়ে যৎসামান্য খরচে ঘুরে আসুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল