TRENDING:

পুজোয় ডিজাইনার পোশাক? গৌরবের সঙ্গে ঘুরে দেখুন অভিষেকের 'বহুরূপী শান্তিনিকেতন'

Last Updated:
বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম নামী, জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার তিনি। আর তাঁরই শিল্প সম্ভারের আস্তানায় পৌঁছে গেল নিউজ18 বাংলা ডট কম। দুর্গাপুজোর আগে তাঁর বুটিক কীভাবে সেজে উঠেছে, তা দেখতে।
advertisement
1/15
পুজোয় ডিজাইনার পোশাক? গৌরবের সঙ্গে ঘুরে দেখুন অভিষেকের 'বহুরূপী শান্তিনিকেতন'
'বহুরূপী শান্তিনিকেতন'। না, বীরভূম শান্তিনিকেতনে নয়। খোদ দক্ষিণে কোলকাতাতেই এর ঠিকানা। অভিষেক রায় থুড়ি 'রয় অভিষেক' (ইন্ডাস্ট্রিতে এই নামেই পরিচিত বেশি)-এর তিলে তিলে গড়া এই বুটিক। বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম নামী, জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার তিনি। আর তাঁরই শিল্প সম্ভারের আস্তানায় পৌঁছে গেল নিউজ18 বাংলা ডট কম।
advertisement
2/15
দুর্গাপুজোর আগে তাঁর বুটিক কীভাবে সেজে উঠেছে, তা দেখতে। কেতাদুরস্ত বাঙালিদের জন্য এ বার অভিষেক কী সৃষ্টি করলেন, তা-ও জানতে। পুজোর চারটি দিন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং বিজয়া দশমী, প্রত্যেকটি উপলক্ষের জন্য আলাদা আলাদা চোখ ধাঁধানো পোশাকে ভরে উঠেছে তাঁর বুটিক।
advertisement
3/15
'বহুরূপী'র শুরুটা হয়েছিল পুরুষদের পোশাক নিয়েই। আর সে কারণেই অভিষেকের পোশাক পরে নিউজ18 বাংলা ডট কমের জন্য ছবি তুললেন টেলি ও টলি তারকা গৌরব রায়চৌধুরী।
advertisement
4/15
সাবেকি বাঙালি পোশাক খুবই পছন্দ করেন 'পিলু'র নায়ক। ধুতি পাঞ্জাবি। আর সেই পোশাকই পরানো হল গৌরবকে। চান্দেরি সিল্কে তৈরি লাল-সাদার মেলবন্ধনে ধুতি পাঞ্জাবি। সাদার উপর লাল সুতোর কাজ। সাবেকি হলেও তার উপর আধুনিকতার ছোঁয়া রেখেছেন ডিজাইনার।
advertisement
5/15
অভিষেক গৌরবকে নিজের ডিজাইন করা পোশাক পরে দেখেই বললেন, ''পুরো অষ্টমী!'' গৌরবও যে অষ্টমীর সকালে অঞ্জলি দেওয়ার সময়ে এই পোশাকেই সাজবেন, সে কথা নিজেই জানালেন।
advertisement
6/15
অভিষেকের কাছে দুর্গাপুজো বলতেই মূলত দুটি রং চোখে ভাসে, সাদা এবং লাল। তাই সেই কম্বিনেশনেই বেশি পোশাক ডিজাইন করেছেন এ বার। 'বহুরূপী শান্তিনিকেতন'-এর এ বারের পুজোর থিম, সাদার উপর লালের ছোঁয়া।
advertisement
7/15
সপ্তমী, নবমীর মতো দিনে ধুতি পাঞ্জাবি পরতে ইচ্ছে না করলেও বিকল্প পোশাকের সন্ধান পাওয়া যাবে অভিষেকের ডেরায়। যেমন, হালকা গোলাপি রঙের কুর্তা-পাঞ্জাবির উপর অ্যাসিমেট্রিক জ্যাকেট, বা কালো, নীল রঙের বাবুয়ানি কুর্তা।
advertisement
8/15
অথবা হতে পারে অ্যাকোয়া নীলের গলাবন্ধ ইক্কত। সে রকমই অভিষেকের ডিজাইন করা আরও একটি পোশাক পরলেন গৌরব। জিনসের উপর এমনই ইক্কত পরা যায় ষষ্ঠী বা সপ্তমীর দিন। দেখতে জমকালো, অথচ পরতে আরাম। তা ছাড়া অভিষেক জানালেন, এই পোশাকগুলির দামও খুব বেশি নয়। ৩ হাজার টাকায় এমনই ডিজাইনার ইক্কত পাওয়া যাবে এই বুটিকে।
advertisement
9/15
অভিষেকের সঙ্গে আলাপ হওয়ার আগে মা-বাবার পছন্দ করে দেওয়া ধুতি-পাঞ্জাবিই পরতেন গৌরব। কিন্তু এখন অভিনেতার কথায়, ''অভিষেক নতুন নতুন ভাবে আমাকে ভাবাচ্ছে পোশাকের বিষয়ে।''
advertisement
10/15
মহিলাদের জন্যেও অভিষেকের কাছে রয়েছে রকমারি পোশাক৷ এই পুজোয় সব থেকে বেশি জনপ্রিয় হয়েছে জামদানি থ্রি পিস স্যুট। সাদা করসেট, সাদা ব্লেজার এবং সাদা প্যান্ট। একইসঙ্গে রাজকীয় এবং আধুনিক।
advertisement
11/15
তা ছাড়া সুতির পোশাকের সম্ভারও রয়েছে। শরতেও কলকাতার ভ্যাপসা গরম থাকে বৈকি। সে কথা মাথায় রেখেই অভিষেক নানা কায়দার জামা বানিয়েছেন৷
advertisement
12/15
এ বারের পুজোয় আরও এক নতুন ধরনের পোশাক তৈরি করেছেন অভিষেক। খেস এবং কাঁথার ড্রেস। কালো রঙের উপর নানা রঙের কাঁথার কাজ। ফিউশন লুকের জন্য এমনই পোশাক পরা যায় এ বার পুজোয়।
advertisement
13/15
রয়েছে লাল-সাদার উপর লেয়ার্ড লম্বা জামদানি ড্রেস। একই রকমের পোশাক রয়েছে কেবল লাল এবং কেবল সাদার কম্বিনেশনেও। এ ছাড়াও রয়েছে শাড়ি। পুজোয় নজরকাড়া সাজতে হলে 'বহুরূপী শান্তিনিকেতন'-এর সুতির হালকা শাড়িই যথেষ্ট।
advertisement
14/15
যাঁরা একটু জমকালো সাজতে পছন্দ করেন, তাঁদের জন্য রয়েছে বিভিন্ন গাউন এবং ড্রেস। যা তৈরি রয়েছে পুরনো বেনারসি শাড়ি দিয়ে। সাদার উপর লালের ছোঁয়া থিম মাথায় রাখা হয়েছে মহিলাদের পোশাকের ক্ষেত্রেও।
advertisement
15/15
একই ঠিকানায় সব রকমের পোশাক, সব রকমের সাজ। স্থান, দক্ষিণ কলকাতা। 'রয় অভিষেক'-এর 'বহুরূপী শান্তিনিকেতন'।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
পুজোয় ডিজাইনার পোশাক? গৌরবের সঙ্গে ঘুরে দেখুন অভিষেকের 'বহুরূপী শান্তিনিকেতন'
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল