আলোর উৎসবে নিজেও হয়ে উঠুন ঝলমলে, একেবারে নজরকাড়া! অঙ্গে থাকুক এমন পোশাক
Last Updated:
দিওয়ালিতে সেজে নিন সুন্দর লেহঙ্গাতে, শুধু কিনবেন কেন, তৈরি করে নিতে পারেন পাড়ার দর্জির থেকেও৷
advertisement
1/7

দীপাবলির পোশাক হতে হবে আকর্ষণীয়। সাজ হতে হবে নজরকাড়া। আলোর উৎসবে পোশাক এমন হবে আলোকবর্তিকা ঘিরে থাকবে যেন। এ ক্ষেত্রে লেহঙ্গার কোনও জুড়ি নেই। আড়ম্বর আর জাঁকজমকে ভরপুর। শুধু সঠিকভাবে ক্যারি করতে হবে। তাহলেই কেল্লা ফতে।
advertisement
2/7
দীপাবলির দিন পরার জন্য এখানে লেহঙ্গার কিছু লেটেস্ট ডিজাইনের সুলুকসন্ধান দেওয়া হল। এর জমকালো কাজ থেকে চোখ ফেরানো যাবে না। কিন্তু দামে সস্তা। এককথায় কম দামে ভাল লেহঙ্গার হদিশ দেওয়া হল। বাজার থেকে রেডিমেড কেনা তো যায়ই। চাইলে পাড়ার দর্জির কাছেও তৈরি করানো যায়। সময় বেশি নেই কিন্ত, তাই তাড়াতাড়ি…।
advertisement
3/7
সিকুইন লেহঙ্গা: এই স্টাইলের লেহঙ্গা অল্পবয়সীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। দেখতে রানির মতোই লাগে। বাজারে এই ধরনের লেহঙ্গা ২০০০ টাকায় বিক্রি হচ্ছে। এর সঙ্গে রাফেল দোপাট্টা স্টাইল করা যায়। অবশ্য না করলেও চলে। মেকআপ হবে একদম হালকা। ন্যুড রঙ বেছে নেওয়া যায়। এর সঙ্গে হাতে ব্রেসলেট কিংবা বড় আংটি ভাল মানাবে। চুল খোলাই থাক।
advertisement
4/7
মাল্টিকালার লেহঙ্গা: দেখলেই চোখ জুড়িয়ে যায়। বড় ক্যানভাসে হাজার রকমের রঙের সঙ্গে যেন কেউ খেলা করেছে। রঙিন লেহঙ্গা যাঁদের পছন্দ, তাঁদের জন্য এটা একেবারে পারফেক্ট। বাজারে ১৮০০ থেকে ১৯০০ টাকায় এই ধরনের লেহঙ্গা পাওয়া যাচ্ছে। আলোর উৎসবে এই লেহঙ্গায় যে কেউই একমুঠো আলো ছড়িয়ে দেবেন।
advertisement
5/7
ফ্লোরাল প্রিন্ট লেহঙ্গা: জমি জুড়ে ফুলের কাজ। ফ্লোরাল প্রিন্ট লেহঙ্গা দেখতে শুধু আধুনিক নয়- অসাধারণ। দাম মাত্র ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা। এই ধরনের লেহঙ্গার সঙ্গে কিন্তু ওড়না মাস্ট। মেকআপ থাক হালকা। কানে বড় দুল আর গলায় চোকার পরতেই হবে। চুলে সাইড বান করে জড়িয়ে নিতে হবে গজরা। ব্যাপক স্টাইলিশ লাগবে।
advertisement
6/7
ব্যাজ লেহঙ্গা: অল্প বয়সীদের মধ্যে এই লেহঙ্গাও ব্যাপক জনপ্রিয়। দাম ১৮০০ টাকা থেকে শুরু। এই ধরনের লেহঙ্গা অতটা জমকালো নয়। কিন্তু আভিজাত্যে ভরা লুক আনতে এর জুড়ি নেই। এর সঙ্গেও ওড়না নিতে হবে। চুল খোলা থাক। সঙ্গে ন্যুড মেকআপ। গয়না বেশি না পরাই ভাল। কানে শুধু একটা বড় দুল থাক, ব্যস।
advertisement
7/7
ফুলকারি স্টাইল লেহঙ্গা: দীপাবলির জন্য এই লেহঙ্গা একেবারে আদর্শ। পরলে মনে হবে পোশাক জুড়ে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। বাজারে ১৯০০ টাকায় পাওয়া যাচ্ছে ফুলকারি স্টাইল লেহঙ্গা। এর সঙ্গে ন্যুড মেকআপই সবচেয়ে ভাল যায়। চাইলে শুধু ঠোঁটে গাঢ় রঙ। চুল খোলা থাক। গয়না থাক নামমাত্র। আর হ্যাঁ, পায়ে অবশ্যই হাই হিল পরতে হবে।