TRENDING:

Benefits of Chatim or Saptaparni: তীব্র সুগন্ধের মাদকতায় ভরা ছাতিমগাছেই লুকিয়ে এত রোগের ওষুধ! জানতেন নাকি!

Last Updated:
Benefits of Chatim or Saptaparni: সাতটি পাতার জন্য একে বলা হয় সপ্তপর্ণী৷ প্রাচীন আয়ুর্বেদশাস্ত্রে দীর্ঘ দিন ধরে ওষধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ছাতিমগাছের নানা অংশ
advertisement
1/10
তীব্র সুগন্ধের মাদকতায় ভরা ছাতিমগাছেই লুকিয়ে এত রোগের ওষুধ! জানতেন নাকি!
দুর্গাপুজোর গন্ধে মিশে থাকে বহু সুবাস৷ সেরকমই একটি গন্ধ ছাতিমফুলের৷ তীব্র মাদকতাময় এই গন্ধও শরতের আগমনী৷
advertisement
2/10
শিউলির পাশাপাশি ছাতিমফুলও শরতের বার্তা বয়ে আনে৷ সাতটি সূচালো পাতার মাঝে গুচ্ছে গুচ্ছে ফুটে থাকে সাদা ছাতিম ফুল৷
advertisement
3/10
এই সাতটি পাতার জন্য একে বলা হয় সপ্তপর্ণী৷ প্রাচীন আয়ুর্বেদশাস্ত্রে দীর্ঘ দিন ধরে ওষধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ছাতিমগাছের নানা অংশ৷ সংবাদমাধ্যমে বলছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ লক্ষ্মীদত্ত শুক্ল।
advertisement
4/10
ক্ষতস্থান প্রশমনের জন্য অত্যন্ত উপকারী ছাতিমগাছের পাতা৷ এর মিথানল নির্যাস দ্রুত সারিয়ে তোলে ক্ষতর প্রদাহ৷
advertisement
5/10
অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদানে ভরপুর সপ্তপর্ণী বা ছাতিম। ফুসফুস ও ত্বকের নানা সংক্রমণ, পেটের সমস্যার সমাধান হিসেবে ব্যবহার করা হয় ছাতিমগাছের ছালের অংশ।
advertisement
6/10
বিভিন্ন গবেষণায় প্রমাণ যে ছাতিমগাছের ছাল অ্যান্টিম্যালারিয়াল ড্রাগ কুইনাইনের বিকল্প হয়ে উঠতে পারে।
advertisement
7/10
ডায়রিয়া-সহ অন্যান্য পেটের রোগ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সপ্তপর্ণী গাছের ছাল। রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধিতেও ছাতিমের ছাল অতুলনীয়।
advertisement
8/10
সপ্তপর্ণীর ইথানলিক নির্যাস লিভারের স্বাস্থ্যরক্ষায় উল্লেখযোগ্য। তবে ছাতিমগাছের কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও আছে।
advertisement
9/10
ছাতিমফুলের রেণু থেকে অ্যালার্জি সংক্রমণ হতে পারে। অনেক সময় ছাতিম থেকে সমস্যা হতে পারে অন্তঃসত্ত্বাদেরও।
advertisement
10/10
ছাতিমগাছের বিভিন্ন অংশের ওষধিগুণ অ্যালোপ্যাথি চিকি‍‍‍ৎসায় প্রমাণিত নয়৷ আয়ুর্বেদশাস্ত্রে ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘ দিন৷ তাই ব্যবহারের আগে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়৷ ( সব ছবি নেটমাধ্যম থেকে)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Benefits of Chatim or Saptaparni: তীব্র সুগন্ধের মাদকতায় ভরা ছাতিমগাছেই লুকিয়ে এত রোগের ওষুধ! জানতেন নাকি!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল