Winter Lip Care: দামি লিপবাম কিনে অযথা পয়সা নষ্ট কেন! ঘরোয়া টোটকাতেই শীতে মোমের মতো নরম তুলতুলে থাকবে ঠোঁট
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Winter Lip Care: অনেকের ঠোঁট ফাটতে শুরু হয় যা থাকে প্রায় পুরো মরসুম। ঠোঁট ফাঁটা সমস্যা নিরাময়ে কিছু ঘরোয়া পদ্ধতি জেনে রাখতে পারেন।
advertisement
1/6

শীতে অনেকের ঠোঁট ফাটতে শুরু হয় যা থাকে প্রায় পুরো মরসুম। ঠোঁট ফাঁটা সমস্যা নিরাময়ে কিছু ঘরোয়া পদ্ধতি জেনে রাখতে পারেন।
advertisement
2/6
স্নানের আগে অলিভ অয়েল দিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। অলিভ অয়েল না থাকলে নারকেল তেল দিয়েও ম্যাসাজ করতে পারেন।
advertisement
3/6
অন্যান্য পণ্যের থেকে ভ্যাসলিন অনেক বেশি উপকারী। তাই ভ্যাসলিনে অ্যালোভেরা জেল মিশিয়ে ঠোঁটে মাখতে পারেন। এতে ঠোঁট ফাটার সমস্যা সহজে দূর হয়।
advertisement
4/6
ঠোঁটে মধু মেখে রাখুন। মধু ত্বক মশ্চারাইজ করতে অত্যন্ত সাহায্য করে। তাই ঠোঁট ফাটা নিরাময় করতে মধু মেখে রাখুন।
advertisement
5/6
শীতে ড্রাই লিপস্টিক ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ড্রাই লিপস্টিক ব্যবহার করলে ঠোঁট ফাটার সমস্যা মারাত্মক ভাবে বাড়তে পারে।
advertisement
6/6
ঠোঁট ফাঁটা দূর করতে দুধের সরেও প্রচুর মশ্চারাইজিং উপাদান রয়েছে। তাই ফাটা ঠোঁট নিরাময় করতে দুধের সর ব্যবহার করতে পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Winter Lip Care: দামি লিপবাম কিনে অযথা পয়সা নষ্ট কেন! ঘরোয়া টোটকাতেই শীতে মোমের মতো নরম তুলতুলে থাকবে ঠোঁট