TRENDING:

Cervical Cancer Symptoms: যৌ*ন সম্পর্কের পরে এই একটা লক্ষণ...হতে পারে সার্ভিক্যাল ক্যানসারের প্রাথমিক symptom, এড়িয়ে যাওয়ার আগে চিনুন

Last Updated:
এছাড়া, মল-মূত্রত্যাগে সমস্যা, পা ফুলে যাওয়া, ক্লান্তি, ওজন হ্রাস অনেক সামান্য লক্ষণও বড় রোগের কারণ হতে পারে৷তাই নিজের শরীরের দিকে নজর দিন৷ কোনও সমস্যাই এড়িয়ে যাবেন না৷
advertisement
1/7
যৌ*ন সম্পর্কের পরে এই একটা লক্ষণ...হতে পারে সার্ভিক্যাল ক্যানসারের প্রাথমিক symptom
প্রচণ্ড যন্ত্রণা, অস্বাভাবিক রক্তপাত, ভয়ঙ্কর কোনও লক্ষণ নয়৷ সার্ভিকাল ক্যানসার আসে নিঃশব্দে৷ যশলোক হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের সার্জিক্যাল অঙ্কোলজিস্ট ডা. নিনাদ কাটদরে বলছেন, ‘‘প্রাথমিক পর্যায়ে সার্ভিকাল ক্যানসারের লক্ষণ অনেকটা ফিসফিসানির মতো, বিরাট কোনও শব্দ নয়৷’’ প্রাথমিক ভাবে সেই সমস্ত সমস্যা সামান্য মাসিকের সমস্যা মনে হতে পারে৷ আসুন দেখে নিই, সার্ভিকাল ক্যানসারের প্রাথমিক স্তরে কী কী লক্ষণ দেখা দিতে পারে৷
advertisement
2/7
[caption id="attachment_2500180" align="alignnone" width="1200"] ওজনের হেরফের থেকে শুরু করে হরমোনের পরিবর্তন, তার উপরে থাকে স্ট্রেস, সব মিলিয়ে আজকাল মহিলাদের মধ্যে অনিয়মিত ঋতুস্রাবের ঘটনা অত্যন্ত সাধারণ৷ তবে অনিয়মিত ঋতুস্রাবের কিছু প্যাটার্ন রয়েছে, যা কখনওই উপেক্ষা করা উচিত নয়৷</dd> <dd>[/caption]
advertisement
3/7
দু’টি মাসিকের (পিরিয়ডের) মাঝে ‘স্পটিং’ বা এক দু’ফোঁটা রক্ত দেখা দেওয়া সার্ভিকাল ক্যানসারের অন্যতম প্রাথমিক লক্ষণ হিসাবে বিবেচিত হয়৷ যৌন সম্পর্কের পরে রক্তপাত বা এক দু’ফোঁটা রক্ত বের হওয়াও কখনওই স্বাভাবিক লক্ষণ নয়৷ সে সেই মহিলার বয়স যতই হোক না কেন৷
advertisement
4/7
মেনোপজের হয়ে যাওয়ার পরে যে কোনও ধরনের রক্তপাতই খারাপ৷ এমন ক্ষেত্রে প্রথমেই চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন৷ নিনাদ বলেন, ‘‘এই সমস্ত লক্ষণ সাধারণত ব্যথাহীন হয়৷ সে কারণে অনেকেই তেমন কোনও গুরুত্বদেন না৷ ব্যথা হওয়াই ক্যানসারের একমাত্র লক্ষণ নয়৷ তবে, হ্য়াঁ, উপরোক্ত লক্ষণগুলি অন্যান্য কারণেও হতে পারে, তাই তা অবশ্যই চিকিৎসককে দেখিয়ে নেওয়া দরকার৷
advertisement
5/7
ভ্যাজাইনাল ডিসচার্জের রঙ-গন্ধে পরিবর্তন আসাও সার্ভিকাল ক্যানসারের লক্ষণ হতে পারে৷ জলজ, দুর্গন্ধ যুক্ত ডিসচার্জ যা দীর্ঘস্থায়ী হয়ে ওঠে, অথবা তাতে যদি কয়েক বিন্দু রক্ত দেখতে পান, এমনকি, অনেক রোগী গোলাপি, বাদামি বা মরচে রঙের ডিসচার্জের কথাও উল্লেখ করে থাকেন এক্ষেত্রে৷
advertisement
6/7
[caption id="attachment_2500182" align="alignnone" width="1200"] কোমরের নীচ থেকে পেলভিক অংশে যদি দীর্ঘস্থায়ী কোনও ঘ্যানঘ্যানে ব্যথা থাকে তা-ও কখনও এড়িয়ে যাওয়া উচিত নয়৷ যৌন সম্পর্ক স্থাপনের সময় ব্যথা হলেও তা সঙ্গে সঙ্গে চিকিৎসককে জানান৷ এটিও সার্ভিকাল ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে৷</dd> <dd>[/caption]
advertisement
7/7
এছাড়া, মল-মূত্রত্যাগে সমস্যা, পা ফুলে যাওয়া, ক্লান্তি, ওজন হ্রাস অনেক সামান্য লক্ষণও বড় রোগের কারণ হতে পারে৷তাই নিজের শরীরের দিকে নজর দিন৷ কোনও সমস্যাই এড়িয়ে যাবেন না৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cervical Cancer Symptoms: যৌ*ন সম্পর্কের পরে এই একটা লক্ষণ...হতে পারে সার্ভিক্যাল ক্যানসারের প্রাথমিক symptom, এড়িয়ে যাওয়ার আগে চিনুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল