জলের দরে বরফ ঠান্ডা..! ফ্ল্যাটে লাগিয়ে ফেলুন সেন্ট্রাল এয়ার কন্ডিশনার! 1BHK থেকে 3BHK কোন ফ্ল্যাটে কত খরচ? জানুন রেট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Centralized AC Rates: গরম বাড়তেই হাঁসফাঁস হাল গোটা দেশের। ফ্যান, এয়ার কন্ডিশনারের তলায় এসে আশ্রয় নেওয়া ছাড়া কোনও উপায় নেই। কিন্তু এক একটি ঘরে নতুন নতুন এসি লাগাতে গিয়ে ফতুর হয়ে যাওয়ার জোগাড়। কী ভাবে ম্যানেজ করবেন ভেবে হয়রান? গরম বাড়ার আগে জেনে নিন উত্তর। রইল পারফেক্ট সমাধান।
advertisement
1/13

গরম বাড়তেই হাঁসফাঁস হাল গোটা দেশের। ফ্যান, এয়ার কন্ডিশনারের তলায় এসে আশ্রয় নেওয়া ছাড়া কোনও উপায় নেই। কিন্তু এক একটি ঘরে নতুন নতুন এসি লাগাতে গিয়ে ফতুর হয়ে যাওয়ার জোগাড়। কী ভাবে ম্যানেজ করবেন ভেবে হয়রান? গরম বাড়ার আগে জেনে নিন উত্তর। রইল পারফেক্ট সমাধান।
advertisement
2/13
আমরা দেখেছি সাধারণত অফিস বা মলের মতো বড় জায়গা ঠান্ডা করতে ব্যবহার করা হয় সেন্ট্রাল এসি। কিন্তু, জানেন কী যে শুধুমাত্র অফিস বা মলে নয়, আপনি আপনার বাড়িতেও সেন্ট্রাল এসি লাগিয়ে নিতে পারেন? আর তাও বাজেটের মধ্যেই।
advertisement
3/13
চাইলেই একটু সঠিক পর্যালোচনা করে কিনলে আপনার বাজেট অনুযায়ী কিন্তু সহজেই বাড়িতে বসিয়ে নিতে পারেন সেন্ট্রাল এসি। চমকে যাবেন জানলে যে মাত্র ১ ইউনিট সেন্ট্রাল এসি দিয়ে আপনি আপনার গোটা বাড়ি ঠান্ডা করতে পারবেন।
advertisement
4/13
আপনিও নিশ্চই বড় অফিস বা শপিং কমপ্লেক্সে সেন্ট্রাল এসি দেখেছেন। সেন্ট্রাল এসির সিস্টেম সাধারণ এসির সিস্টেম থেকে বেশ আলাদা। একটি সেন্ট্রাল এসি একটি বড় এলাকাকে ঠান্ডা করে যাতে আপনাকে একাধিক স্প্লিট বা উইন্ডো এসি ইনস্টল করার প্রয়োজন হয় না।
advertisement
5/13
বড় অফিস এবং মলে সেন্ট্রাল এসি লাগাতে হয় কারণ এলাকা বেশি এবং সেখানে লোকজনও থাকে বেশি। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন আপনার বাড়িতে সেন্ট্রাল এসি লাগানো যাবে কি না?
advertisement
6/13
শুধু তাই নয়, জেনে নিতে হবে যদি সেন্ট্রাল এসি আপনার বাড়িতে লাগানো সম্ভব হয়, তাহলে সাধারণ এসির তুলনায় ঘরে সেন্ট্রাল এসি লাগাতে ঠিক কত খরচ হবে আপনার?
advertisement
7/13
বাজার বলছে, চাইলে আপনিও সহজেই আপনার বাড়িতেও সেন্ট্রালাইজড এসি ইনস্টল করতে পারেন। আপনি যদি প্রতিটি রুম বা বেডরুমের জন্য আলাদা আলাদা এসি কিনতে না চান, তাহলে তার বদলে আপনি একটি সেন্ট্রাল এসি লাগিয়ে নিতে পারেন।
advertisement
8/13
জানলে অবাক হবেন, সেন্ট্রাল এসির মাত্র একটি ইউনিট দিয়ে আপনি আপনার পুরো ঘরকে ঠান্ডা করে পারেন। আপনি যদি একটি বহুতল আবাসনের 2 BHK বা 3 BHK ফ্ল্যাটে থাকেন, তবে সেখানেও আপনি সেন্ট্রাল এসির এক ইউনিট দিয়ে পুরো ফ্ল্যাটটিকে সহজেই ঠান্ডা করতে পারবেন।
advertisement
9/13
সেন্ট্রাল এসি সবসময় এক সঙ্গে একটি বড় এলাকা ঠান্ডা করার জন্য ইনস্টল করা হয়। সেন্ট্রাল এসির একটি সেন্ট্রাল ইউনিট রয়েছে যা একটি নির্দিষ্ট জায়গায় ইনস্টল করা হয়।
advertisement
10/13
আয়তনের উপর নির্ভর করে এক বা একাধিক এয়ার কন্ডিশনার থাকে একটি সেন্ট্রাল এসির সিস্টেমে। এতে একটি বড় মেশিন থাকে যার মাধ্যমে পাইপলাইনের সাহায্যে ঠান্ডা বাতাস বিভিন্ন ঘরে পাঠানো হয়।
advertisement
11/13
আপনি যদি ভেবে থাকেন যে বাড়িতে একটি সেন্ট্রাল এসি বসাতে লাখ লাখ টাকা খরচ হয়, তাহলে কিন্তু আপনি ভুল করবেন।
advertisement
12/13
সেন্ট্রাল এসির দাম কত হতে পারে? একটি সাধারণ এলাকার বাড়ির জন্য একটি সেন্ট্রাল এসির দাম প্রায় ৫০ হাজার টাকা থেকে শুরু হয়। সেন্ট্রাল এসির খরচ নির্ভর করে আপনি কত বড় এলাকাতে এটি ইনস্টল করতে চান তার উপর।
advertisement
13/13
আপনি যদি এক থেকে দুই রুমের বাড়ির জন্য একটি সেন্ট্রাল এসি সেটআপ পেতে চান, তাহলে এর খরচ হতে পারে প্রায় ৫০ হাজার টাকা, কিন্তু বাড়ির আকার বড় হলে একটি সেন্ট্রাল এসি লাগাতে প্রায় ৩০০,০০০ টাকা খরচ হতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
জলের দরে বরফ ঠান্ডা..! ফ্ল্যাটে লাগিয়ে ফেলুন সেন্ট্রাল এয়ার কন্ডিশনার! 1BHK থেকে 3BHK কোন ফ্ল্যাটে কত খরচ? জানুন রেট