Castor Oil: শুষ্ক ত্বক, ব্রণ বা চুলের খুশকি! এক তেলেই দূর সব সমস্যা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
শুষ্ক আবহাওয়ায় দফারফা হয়ে যায় ত্বক আর চুলের। কিন্তু একটি তেলেই হয়ে যাবে সব সমস্যার সমাধান।
advertisement
1/6

শীতকালে মানেই ফাটা ঠোঁট, ফাটা গোড়ালি, মাথায় খুশকি। কমলালেবু হোক পিঠে পুলি, শীতকাল পেট পুজোর সেরা সময়। আরও বিভিন্ন কারণেই শীতকাল অনেকের কাছেই প্রিয়। কিন্তু শুষ্ক আবহাওয়ায় দফারফা হয়ে যায় ত্বক আর চুলের। কিন্তু একটি তেলেই হয়ে যাবে সব সমস্যার সমাধান।
advertisement
2/6
বহুগুণ সম্পন্ন এই তেল হল ক্যাস্টর ওয়েল। ওমেগা ৬ এবং ওমেগা ৯-এ সমৃদ্ধ ক্যাস্টর ওয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন ই। একটি জনপ্রিয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে চর্মরোগ বিশেষজ্ঞ ড: শীল দেসাই সোলোমন জানালেন ক্যাস্টর ওয়েলের অসাধারণ গুণের কথা।
advertisement
3/6
চুলের সুরক্ষায় অসাধারণ উপকার পাওয়া যাবে ক্যাস্টর ওয়েলে। ক্যাস্টর ওয়েল নিয়মিত লাগালে চুলের ঘনত্ব বাড়ে। চুলে খুশকি থাকলেও, তাকেও দূর করতে সক্ষম ক্যাস্টর ওয়েল। চুলের ত্বকও ভাল রাখে।
advertisement
4/6
চুলের পাশাপাশি ত্বকের জন্যও অসাধারণ উপকারী ক্যাস্টর ওয়েল। শীতে শুষ্ক ত্বকে প্রাণ ফিরিয়ে আনে ক্যাস্টর ওয়েল।
advertisement
5/6
ত্বকে অ্যাকনে বা ব্রণ একটি খুবই চেনা সমস্যা। শীত তো বটেই, অন্য ঋতুতেও অস্বস্তিকর হয়ে দাঁড়ায় ত্বকের এই চেনা সমস্যা।
advertisement
6/6
শরীরে কোনও আঘাত বা র্যাশ থাকলেও সেখানে লাগাতে পারেন ক্যাস্টর ওয়েল। শরীরের কোনও অংশে স্ট্রেচ মার্ক থাকলে সেখানেও লাগাতে পারেন ক্যাস্টর ওয়েল।