Cashew Health Benefits: প্রতিদিন কাজু খেলে কমবে ট্রাইগ্লিসারাইড, হার্ট থাকবে ফিট! জানাল নতুন গবেষণা
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Cashew Health Benefits: সাম্প্রতিক এক প্রতিবেদনে প্রকাশ, প্রতিদিন ৫ থেকে ১০টি নুনবিহীন কাজু বাদাম খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, শরীরে ‘খারাপ কোলেস্টেরল’ বা এলডিএল কমে, আর ‘ভাল কোলেস্টেরল’ বা এইচডিএল বজায় থাকে সঠিক মাত্রায়।
advertisement
1/7

হার্টের যত্নে প্রতিদিনের খাবারে সামান্য কাজু যোগ করলেই মিলতে পারে বড় উপকার—এমনই জানালেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক এক প্রতিবেদনে প্রকাশ, প্রতিদিন ৫ থেকে ১০টি নুনবিহীন কাজু বাদাম খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, শরীরে ‘খারাপ কোলেস্টেরল’ বা এলডিএল কমে, আর ‘ভাল কোলেস্টেরল’ বা এইচডিএল বজায় থাকে সঠিক মাত্রায়।
advertisement
2/7
‘কারেন্ট ডেভেলপমেন্টস ইন নিউট্রিশন’ (Current Developments in Nutrition)–এ প্রকাশিত এক সমীক্ষায় দেখা গিয়েছে, নিয়মিত কাজু বাদাম খাওয়ার ফলে রক্তচাপ ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমে, যা হৃদ্যন্ত্রের সুস্থতার পক্ষে উপকারী।
advertisement
3/7
বিশেষজ্ঞদের মতে, কাজুতে রয়েছে মনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাট, যা হৃদ্রোগের ঝুঁকি কমাতে সহায়ক। একই সঙ্গে কাজুতে থাকা ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম রক্তনালির শিথিলতায় সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
advertisement
4/7
এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহনাশক উপাদান (যেমন পলিফেনল ও টোকোফেরল) শরীরের অক্সিডেটিভ ড্যামেজ কমিয়ে হৃদ্যন্ত্রকে সুরক্ষা দেয়।
advertisement
5/7
তবে বিশেষজ্ঞদের পরামর্শ, কাজু বাদাম যতই উপকারী হোক, অতিরিক্ত খাওয়া উচিত নয়। কারণ এতে ক্যালোরির পরিমাণ অনেক বেশি, ফলে অতিরিক্ত খেলে ওজন বাড়তে পারে।
advertisement
6/7
সবচেয়ে ভাল হল নুনবিহীন বা ড্রাই রোস্টেড কাজু খাওয়া। অ্যালার্জি, কিডনি সমস্যা বা উচ্চ রক্তচাপের রোগীরা চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই নিয়মিত কাজু খেতে পারেন।
advertisement
7/7
শেষে বিশেষজ্ঞদের সতর্কবার্তা—কাজু খাওয়ার অভ্যাস হৃদ্যন্ত্রের যত্নে সাহায্য করতে পারে ঠিকই, তবে এটি কোনও “জাদুর দাওয়াই” নয়। সঠিক ডায়েট, নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রামই হার্টকে রাখবে সুস্থ। ( Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cashew Health Benefits: প্রতিদিন কাজু খেলে কমবে ট্রাইগ্লিসারাইড, হার্ট থাকবে ফিট! জানাল নতুন গবেষণা