TRENDING:

Cancer Treatment: ৭ মিনিটেই ক্যানসারের দফারফা! বাজারে এল ইনজেকশন! হবে না কোনও ব্যথা-কষ্ট

Last Updated:
Cancer Treatment: ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস দাবি করেছে, এমন একটি ওষুধ পরীক্ষা করে বাজারে আনা হচ্ছে যার একটি ডোজেই ক্যানসার কোষ নির্মূল হতে শুরু করবে।
advertisement
1/8
৭ মিনিটেই ক্যানসারের দফারফা! বাজারে এল ইনজেকশন! হবে না কোনও ব্যথা-কষ্ট
ক্যানসারের চিকিৎসায় যুগান্তকারী আবিষ্কার। ব্রিটেনের বিজ্ঞানীরা এমন একটি ইনজেকশন উদ্ভাবন করেছেন, যা ক্যানসার রোগীদের মাত্র ৭ মিনিটের মধ্যে দেওয়া সম্ভব হবে। এর ফলে চিকিৎসার দীর্ঘ সময় তিন চতুর্থাংশ পর্যন্ত কমিয়ে আনতে পারে।
advertisement
2/8
ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থার (এমএইচআরএ) অনুমোদন পাওয়ার পর ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা (এনএইচএস) বিশ্বে প্রথমবারের মতো নতুন পদ্ধতিতে এই ওষুধ প্রয়োগ শুরু করবে।
advertisement
3/8
ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস দাবি করেছে, এমন একটি ওষুধ পরীক্ষা করে বাজারে আনা হচ্ছে যার একটি ডোজেই ক্যানসার কোষ নির্মূল হতে শুরু করবে। ইঞ্জেকশন দেওয়ার সাত মিনিটের মধ্যেই কাজ করা শুরু করবে সেই ওষুধ।
advertisement
4/8
এই চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল ইমিউনোথেরাপি। জানা গিয়েছে, ব্রিটেনে এর পর থেকে ওই ইঞ্জেকশান প্রয়োগ করে ওই থেরাপি শুরু করবেন চিকিৎসকরা।
advertisement
5/8
ক্যান্সার নিরাময়ের বিশেষ ওই ইঞ্জেকশানটির নাম অ্যাটেজোলিজুম্যাব বা টেসেনট্রিক। ইঞ্জেকশানটির নির্মাণকারী ওষুধ সংস্থার নাম রোশ প্রোডাক্টস লিমিটেড। এতোদিন পর্যন্ত ইমিউনোথেরাপি শুরু করার আগে ধমনীতে ইঞ্জেকশান দিতে হত। কিন্তু অ্যাটেজোলিজুম্যাবের ক্ষেত্রে সেই সমস্যা থাকছে না। এই ইঞ্জেকশান ত্বকে দিতে হবে বলে জানিয়েছে প্রস্তুতকারী সংস্থা।
advertisement
6/8
এটি ফুসফুস, স্তন, লিভার এবং মূত্রথলির ক্যানসারসহ বিভিন্ন ধরনের ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত হয়। ইংল্যান্ডে প্রতিবছর ৩ হাজার ৬০০ রোগীকে এই প্রক্রিয়ায় চিকিৎসা দেওয়া হয়।
advertisement
7/8
নতুন এই টিকা আবিষ্কারের ফলে ক্যান্সার চিকিৎসায় এখন আর খুব বেশি সময় লাগবে না, রোগীদের খুব বেশি কষ্টও হবে না। সাধারণ শিরার মাধ্যমে অ্যাটেজোলিজুমাব গ্রহণের প্রক্রিয়ায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা সময় লাগে কিন্তু এই টিকায় সেই সময় মাত্র ৭ মিনিটে নামিয়ে আনা সম্ভব হবে।
advertisement
8/8
তবে যারা অ্যাটেজোলিজুমাবের পাশাপাশি কেমোথেরাপিও নেন, তাদের ক্ষেত্রে এই টিকার ব্যবহার এখনই করা সম্ভব হবে না। তাদের শিরার মাধ্যমেই দীর্ঘ সময় ধরে এই ওষুধ নিতে হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cancer Treatment: ৭ মিনিটেই ক্যানসারের দফারফা! বাজারে এল ইনজেকশন! হবে না কোনও ব্যথা-কষ্ট
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল