Cancer: ব্লাড গ্রুপ বলে দেবে কোন ক্যানসারের ঝুঁকি কতটা? A,B,AB, নাকি O, মিলিয়ে দেখে নিন
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Cancer: কিছু ব্লাড গ্রুপ আছে যাদের ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। অন্তত গবেষণা তেমনই বলছে।
advertisement
1/7

সারা বিশ্বে মানুষের মৃত্যুর অন্যতম কারণ হল মারণ রোগ ক্যানসার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ২০২০-তে প্রতি ৬ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ক্যানসারে। সবচেয়ে বেশি মানুষ যে ধরনের ক্যানসারে আক্রান্ত হন সেগুলি হল স্তনের ক্যানসার, ফুসফুসের ক্যানসার, কোলোনের ক্যানসার, রেক্টাম ও প্রস্টেট ক্যানসার।
advertisement
2/7
আপনার ব্লাড গ্রুপ কী তার উপরে অনেক কিছুই নির্ভর করে। মূলত A, B, AB এবং O এই চার ধরনের রক্তের গ্রুপ হয়। বাবা মায়ের জিন থেকেই নির্ধারিত হয় রক্তের গ্রুপ।
advertisement
3/7
কিছু ব্লাড গ্রুপ আছে যাদের ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। অন্তত গবেষণা তেমনই বলছে। ২০১৭-য় হওয়া এক গবেষণা বলছে, A-র থেকে B গ্রুপের রক্ত যাদের তাদের ক্যানসারের ঝুঁকি তুলনামূলক কম।
advertisement
4/7
বিশেষ করে স্টমাক ও ব্ল্যাডার ক্যানসারের ঝুঁকি কম থাকে B গ্রুপের মানুষের। কিন্তু গবেষণা বলছে, এক ধরনের ক্যানসারের ঝুঁকি B রক্তের গ্রুপের মানুষের জন্য বেশি।
advertisement
5/7
যেমন প্যানক্রিয়াটিক ক্যানসার হওয়ার ঝুঁকি ৭২ শতাংশ বেশি B ব্লাড গ্রুপের মানুষের। তবে শুধু B নয়। A এবং AB গ্রুপের মানুষেরও এই ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে O গ্রুপের মানুষের থেকে। জার্নাল অফ দ্য ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে এই গবেষণার রিপোর্ট প্রকাশিত হয়।
advertisement
6/7
সেই রিপোর্টেই দেখা যায় যে ১৭ শতাংশ মানুষ যারা প্যানক্রিয়াটিক ক্যানসারে আক্রান্ত তারা কেউ O ব্লাড গ্রুপের নয়।
advertisement
7/7
যখন প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের মধ্যে অস্বাভাবিক কোষ বাড়তে শুরু করে তখনই ক্যানসার বাসা বাঁধতে শুরু করে। অগ্নাশয়ের কাজ হল হজমে সাহায্যকারী এক ধরনের তরল উৎপাদন করা। এছাড়া শরীরে ব্লাড সুগারের মাত্রাও নিয়ন্ত্রণ করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cancer: ব্লাড গ্রুপ বলে দেবে কোন ক্যানসারের ঝুঁকি কতটা? A,B,AB, নাকি O, মিলিয়ে দেখে নিন