নিঃশব্দে কড়া নাড়ে ক্যানসার...শরীরে এই '৫ লক্ষণ' দেখা দিচ্ছে কি? দেরি হলেই সব শেষ! মিলিয়ে নিন এখনই
- Published by:Tias Banerjee
Last Updated:
Early Cancer Signs: শরীরে নিঃশব্দে বেড়ে ওঠে ক্যানসার, তবে কিছু সূক্ষ্ম সংকেত আগেভাগেই দেখা দেয়। এই উপসর্গগুলি অবহেলা না করাই শ্রেয়। সময়মতো ধরা পড়লে ৯০% ক্ষেত্রেই সফল চিকিৎসা সম্ভব, বলছেন বিশেষজ্ঞরা। মিলিয়ে নিন লক্ষণ।
advertisement
1/10

ক্যানসার এমন এক ভয়ঙ্কর রোগ, যা শরীরে নিঃশব্দে বৃদ্ধি পায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই তা গুরুতর স্তরে পৌঁছনোর পর ধরা পড়ে। তবে আমাদের শরীর আগেই কিছু সংকেত পাঠায়, যেগুলি আমরা সাধারণত অযথা মনে করে এড়িয়ে যাই। চিকিৎসকদের মতে, সময়মতো যদি এই নিঃশব্দ সংকেতগুলি চিহ্নিত করা যায়, তবে চিকিৎসা শুরু করার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। তাই ভয় না পেয়ে সচেতন হওয়াই হল ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের প্রথম ধাপ। (Representative Image: AI)
advertisement
2/10
ক্যানসারের উপসর্গ ব্যক্তি ভেদে আলাদা হতে পারে, তবে কিছু সাধারণ সংকেত রয়েছে, যা অবহেলা করা উচিত নয়। বিশেষজ্ঞদের মতে, যদি আপনি এই লক্ষণগুলি ক্রমাগত অনুভব করেন, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। (Representative Image: AI)
advertisement
3/10
এই ছোট্ট সতর্কতা জীবন বাঁচাতে পারে এবং চিকিৎসা আরও সহজ করে তুলতে পারে। চলুন জেনে নিই সেই পাঁচটি নিঃশব্দ লক্ষণ, যেগুলি অবহেলা করলে হতে পারে বড় বিপদ! (Representative Image: AI)
advertisement
4/10
১. হঠাৎ ওজন কমে যাওয়া কোনও কারণ ছাড়া হঠাৎ দ্রুত ওজন কমে গেলে তা চিন্তার বিষয়। দিল্লির বিশিষ্ট অনকোলজিস্ট ডঃ অনুকুর গর্গ জানিয়েছেন, ডায়েট বা ব্যায়াম না করেও যদি ৪-৫ কেজি ওজন কমে যায়, তবে তা পাকস্থলি, ফুসফুস বা অগ্ন্যাশয়ের ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে। (Representative Image: AI)
advertisement
5/10
২. ক্রমাগত ক্লান্তি বিশ্রাম নেওয়ার পরেও যদি ক্লান্তি না কাটে, তবে তা ক্যানসারের লক্ষণ হতে পারে। ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এর মতে, এটি বিশেষ করে লিউকেমিয়া বা কোলন ক্যানসারের ক্ষেত্রে দেখা যায়। ক্লান্তির সঙ্গে যদি দুর্বলতা বা শ্বাসকষ্টও থাকে, তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। (Representative Image: AI)
advertisement
6/10
৩. ত্বকের পরিবর্তন ত্বকে নতুন আঁচিল (মোল) তৈরি হওয়া, কোনও ঘা সারতে দেরি হওয়া, বা ত্বকের রঙে পরিবর্তন (যেমন হালকা হলদেটে হয়ে যাওয়া)—এসব হতে পারে ক্যানসারের ইঙ্গিত। বিশেষজ্ঞরা বলছেন, ত্বকের যেকোনও অস্বাভাবিক পরিবর্তনকে অবহেলা করা উচিত নয়, কারণ এটি স্কিন ক্যানসার বা লিভার ক্যানসারের লক্ষণ হতে পারে। (Representative Image: AI)
advertisement
7/10
৪. দীর্ঘস্থায়ী যন্ত্রণা দীর্ঘদিনের মাথাব্যথা, পিঠে ব্যথা বা পেটব্যথা ইত্যাদি ক্যানসারের লক্ষণ হতে পারে। বিশেষ করে ব্রেন টিউমার, হাড়ের ক্যানসার বা ডিম্বাশয়ের ক্যানসারের ক্ষেত্রে এটি সাধারণ। কোনও যন্ত্রণা যদি ২-৩ সপ্তাহের বেশি স্থায়ী হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। (Representative Image: AI)
advertisement
8/10
৫. অস্বাভাবিক রক্তপাত মল বা প্রস্রাবে রক্ত দেখা, ঋতুচক্রে অনিয়মিত রক্তপাত বা কাশির সঙ্গে রক্ত আসা—এসব lung, colon বা cervical cancer-এর ইঙ্গিত হতে পারে। চিকিৎসকরা বলছেন, শরীরের যেকোনও অস্বাভাবিক রক্তপাতকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। (Representative Image: AI)
advertisement
9/10
কী করবেন? বিশেষজ্ঞদের মতে, ৪০ বছরের ঊর্ধ্বে প্রত্যেকেরই বছরে অন্তত একবার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করা উচিত। ধূমপান এড়িয়ে চলা, সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা ও নিয়মিত ব্যায়াম ক্যানসারের ঝুঁকি অনেকাংশে কমাতে পারে। মনে রাখবেন, ক্যানসার যদি প্রাথমিক স্তরেই ধরা পড়ে, তাহলে ৯০% ক্ষেত্রে সফলভাবে চিকিৎসা সম্ভব। (Representative Image: AI)
advertisement
10/10
ডঃ অনুকুর গর্গ পরামর্শ দিচ্ছেন, ‘‘আপনার শরীর যে কোনও অস্বাভাবিক সংকেত দিলে তা কখনও অবহেলা করবেন না। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা যেমন রক্ত পরীক্ষা, স্ক্যান বা এন্ডোস্কোপির মাধ্যমে অনেক সময়ই রোগ ধরা পড়ে যায়। তাই সচেতন থাকুন, সুস্থ থাকুন।’’ (Representative Image: AI)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
নিঃশব্দে কড়া নাড়ে ক্যানসার...শরীরে এই '৫ লক্ষণ' দেখা দিচ্ছে কি? দেরি হলেই সব শেষ! মিলিয়ে নিন এখনই