Cancer: হুড়মুড়িয়ে বাড়ছে 'ওরাল' ক্যানসার! 'এই' পানীয়ই আসল 'ভিলেন'! মহিলারা ভুলেও ছোঁবেন না, ৫ গুণ বাড়ে সম্ভাবনা
- Published by:Shubhagata Dey
Last Updated:
Cancer: কিছু ধরণের ক্যানসারে মহিলাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। ক্যানসারের লক্ষণ প্রাথমিক অবস্থায় শনাক্ত করা গেলে এবং সঠিক চিকিৎসা হলে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। এমন কিছু খাবেন না বা পান করবেন না, যা ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
advertisement
1/7

*ক্যানসার বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রোগগুলির মধ্যে একটি। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান। সময়মতো শনাক্ত না হওয়ায় ক্যানসার হয়ে উঠছে প্রাণঘাতী।
advertisement
2/7
*তবে কিছু ধরণের ক্যানসারে মহিলাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। ক্যানসারের লক্ষণ প্রাথমিক অবস্থায় শনাক্ত করা গেলে এবং সঠিক চিকিৎসা হলে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। এমন কিছু খাবেন না বা পান করবেন না, যা ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
advertisement
3/7
*যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। যেসব নারী কোমল পানীয় অর্থাৎ সফট ড্রিঙ্ক এবং প্যাকেটজাত জ্যুস পান করেন বেশি পরিমাণে, তাদের মুখের ক্যানসার হওয়ার ঝুঁকি ৫ গুণ বেড়ে যায়।
advertisement
4/7
*যারা স্বাভাবিকভাবে ধূমপান করেন, যারা মদ্যপান করেন, যারা জর্দা-পান, পান-চুন মিশিয়ে খান, তাদের মুখের ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। স্বাভাবিকভাবেই, মুখের ক্যানসারের লক্ষণগুলি বেশিরভাগ ক্ষেত্রে বয়স্কদের মধ্যে দেখা যায়। তবে এখন কিশোর-কিশোরীদের মধ্যেও মুখের ক্যানসার হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যারা তামাক ও অ্যালকোহলে আসক্ত নন, তাদের মধ্যে মুখের ক্যানসার হওয়ার লক্ষণ বেশি।
advertisement
5/7
*২০২০ সালে বিশ্বব্যাপী ৩ লাখ ৫৫ হাজারের বেশি মহিলা মুখের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গিয়েছেন প্রায় ১ লাখ ৭৭ হাজার। ওরাল ক্যানসার প্রাথমিকভাবে হিউম্যান প্যাপিলোভাইরাস (এইচপিভি) দ্বারা সৃষ্ট বলে মনে করা হয়েছিল। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, সেই ভাইরাসের চেয়ে বেশি চিনিযুক্ত পানীয় পান করা, এই মারণ রোগের প্রকোপ বাড়ার মূল কারণ।
advertisement
6/7
*'জেএএমএ অটোল্যারিঙ্গোলজি-হেড অ্যান্ড নেক সার্জারি' জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে। তবে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, যেসব মহিলা ধূমপান ও মদ্যপানে আসক্ত নন, তাদের মধ্যেও মুখের ক্যানসারের ঝুঁকি বাড়ছে। বিশেষজ্ঞরা উদ্বিগ্ন এই রোগের দ্রুত বাড়বাড়ন্তের জন্য।
advertisement
7/7
*গবেষকরা পরামর্শ দিয়েছেন অল্প বয়সী মহিলাদের মধ্যে মুখের ক্যানসারের ঝুঁকি কমাতে অবশ্যই চিনিযুক্ত নরম পানীয় এবং জ্যুস খাওয়ার অভ্যাস পুরোপুরি হ্রাস করতে হবে। মুখের কোনও অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করলে বা একটু সন্দেহজনক হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিয়মিত ডেন্টাল ও ওরাল কেয়ারের পরীক্ষা করাতে হবে। (Disclaimer: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cancer: হুড়মুড়িয়ে বাড়ছে 'ওরাল' ক্যানসার! 'এই' পানীয়ই আসল 'ভিলেন'! মহিলারা ভুলেও ছোঁবেন না, ৫ গুণ বাড়ে সম্ভাবনা