Age Height Weightwise Nuts Benefit: যত খাবেন তত ভাল! মোটেই না, বয়স, ওজন অনুসারে মেপে খান এই বাদাম, না হলে বড় বিপদ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Age Height Weightwise Nuts Benefit: শরীর সুস্থ রাখতে মুঠো মুঠো এই বাদাম খাচ্ছেন! নিজের অজান্তেই করছেন ভুল! জানুন সঠিক বিষয়
advertisement
1/7

রোজ কয়টা করে বাদাম খাবেন তা সম্পূর্ণ নির্ভর করে সেই ব্যক্তির ওজন, উচ্চতা, কর্মদক্ষতা এবং সারা দিনে তিনি কতটা পরিশ্রম করছেন সেই বিষয়ের ওপর।
advertisement
2/7
উপকারের আশায় শুধুই বেশি করে বাদাম খেয়ে ফেলা বিষয়টি মোটেও যুক্তি সম্মত নয়। তাতে বরং হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই থাকে অনেকটা বেশি।
advertisement
3/7
অভিজ্ঞ পুষ্টিবিদ চিকিৎসক দিব্যা নাজ জানান, কাঠবাদাম বিভিন্ন ধরনের স্বাস্থ্যগুণে ভরপুর। মিনারেলস, ভিটামিন, ফাইবার রয়েছে বাদামের মধ্যে।
advertisement
4/7
যাঁরা হজমের সমস্যায় ভোগেন। তাঁদের ডায়েটে রোজ কাঠবাদাম রাখা একেবারেই উচিত নয়। নাহলে গ্যাস-অম্বল, কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়ে অনেকটা।
advertisement
5/7
কাঠবাদামের খোসা খেলে অনেকের হজম হয় না। এছাড়া কিডনির সমস্যা থাকলে এমন রোগীর ডায়েটের মধ্যে কাঠবাদাম রাখা একেবারেই উচিত হয় না।
advertisement
6/7
অনেকেই ভাবেন ভেজানো কাঠবাদাম খেলে ওজন কমে। তবে এমন কোনও আশা রেখে কাঠবাদাম না খাওয়া ভাল। কাঠবাদামের সঙ্গে ওজন ঝরানোর সম্পর্ক নেই।
advertisement
7/7
শরীরের জন্য রোজ কয়টা বাদাম খেলে উপকার পাওয়া সম্ভব সেই বিষয় কিন্তু একজন পুষ্টিবিদের থেকে জেনে নেওয়া ভাল। নিজের মতন করে সংখ্যা ঠিক করা উচিত নয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Age Height Weightwise Nuts Benefit: যত খাবেন তত ভাল! মোটেই না, বয়স, ওজন অনুসারে মেপে খান এই বাদাম, না হলে বড় বিপদ