Camphor: আগুন ছোঁয়ালেই ধরে ওঠে, কর্পুর তৈরি হয় কোন গাছ থেকে? নাম শুনলে অবাক হবেন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বাজারে দু ধরনের কর্পুর পাওয়া যায়৷ একটি প্রাকৃতিক ভাবে তৈরি, অন্যটি কৃত্রিম ভাবে তৈরি করা হয়৷
advertisement
1/6

পুজো পাঠ হোক অথবা যজ্ঞ, সবেতেই কর্পুর অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান৷ দেশলাইয়ের কাঠি ধরিয়ে কাছে আনলেই দাউ দাউ করে ধরে ওঠে কর্পুর৷ কর্পুরের সুবাসে ভরে ওঠে ঘর৷
advertisement
2/6
কিন্তু কথনও ভেবে দেখেছেন, কর্পুর কোন গাছ থেকে তৈরি হয়? কেনই বা কর্পুর এত সহজে জ্বলনশীল?
advertisement
3/6
কিন্তু কথনও ভেবে দেখেছেন, কর্পুর কোন গাছ থেকে তৈরি হয়? কেনই বা কর্পুর এত সহজে জ্বলনশীল?
advertisement
4/6
ক্যাম্ফর ট্রি নামে এই গাছটির বৈজ্ঞানিক নাম Cinnamomum Camphora৷ এই গাছটি প্রায় ৫০ থেকে ৬০ ফুট পর্যন্ত লম্বা হয়৷
advertisement
5/6
এই গাছের ছাল যখন শুকিয়ে যায়, তখনই সেই ছাল তুলে নেওয়া হয়৷ এর পর তা গরম করে এবং রিফাইন করে পাউডার বানিয়ে কর্পুর তৈরি করা হয়৷
advertisement
6/6
ভারতেও ১৯৩২ সালে প্রকাশিত একটি গবেষণাপত্রে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের দুই গবেষক আর এন চোপড়া এবং বি মুখোপাধ্যায় দাবি করেন, ১৮৮২-৮৩ সালে লখনউ বোটানিক্যাল গার্ডেনে প্রথম বার সফল ভাবে কর্পূর গাছের চাষ করা হয়েছিল৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Camphor: আগুন ছোঁয়ালেই ধরে ওঠে, কর্পুর তৈরি হয় কোন গাছ থেকে? নাম শুনলে অবাক হবেন