TRENDING:

Calcium: ক্যালসিয়ামের ঘাটতি মেটায় অতি সহজেই! সস্তার এই বীজ পাতে রাখুন সপ্তাহে ২-৩ দিন, ওষুধের দরকার নেই

Last Updated:
Calcium: মহিলাদের শরীরে স্বাভাবিক ভাবেই ক্যালসিয়ামের মাত্রা কমতে থাকে। এইসময়ে হাড় ভঙ্গুর হতে থাকে যার মূল কারণ-ই হল ক্যালসিয়ামের ঘাটতি। কাজেই চিকিৎসকরা বলেন, অল্প বয়স থেকেই ক্যালসিইয়াম নিয়ে সতর্ক হন।
advertisement
1/12
ক্যালসিয়ামের ঘাটতি মেটায়ই! এই বীজ পাতে রাখুন সপ্তাহে ২-৩ দিন, ওষুধের দরকার নেই
*এক জন পূর্ণবয়স্ক মানুষের শরীরে প্রতিদিন এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা রয়েছে। এই যোগান মেটাতে অনেকেই ক্যালসিয়ামের ওষুধ বা সাপ্লিমেন্ট খান। কিন্তু প্রতিটা ওষুধের-ই কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। কাজেই চেষ্টা করুন খাবারের মাধ্যমে ক্যালশিয়ামের ঘাটতি পূরণ করতে। Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
advertisement
2/12
*একটা বয়সের পর মহিলাদের শরীরে স্বাভাবিক ভাবেই ক্যালসিয়ামের মাত্রা কমতে থাকে। এইসময়ে হাড় ভঙ্গুর হতে থাকে যার মূল কারণ-ই হল ক্যালসিয়ামের ঘাটতি। কাজেই চিকিৎসকরা বলেন, অল্প বয়স থেকেই ক্যালসিইয়াম নিয়ে সতর্ক হন। হাড়ের কাঠামোকে ঠিক রাখা, পেশি সচল রাখা, স্নায়ুতন্ত্রকে কার্যকর রাখতে ক্যালশিয়ামের ভূমিকা অপরিসীম।
advertisement
3/12
*খরমুজের বীজে উপস্থিত বহু পুষ্টিগুণ। Trumeds.com-র রিপোর্ট অনুযায়ী এই বীজটিও খুব স্বাস্থ্যকর কারণ এতে অনেক পুষ্টিকর উপাদান রয়েছে। এটি শক্তি, প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট, দস্তা, পটাসিয়াম, ম্যাঙ্গানিজ, সোডিয়াম, ক্যালসিয়াম, আয়রন সমৃদ্ধ।  (ছবি ক্যানভা)
advertisement
4/12
*খরমুজের বীজ উদ্ভিদ-ভিত্তিক প্রোটিনের প্রধান উৎস। এতে প্রায় ৩.৬ শতাংশ প্রোটিন, ৪ শতাংশ ফ্যাট, ২.৫ শতাংশ কার্বোহাইড্রেট থাকে। এই বীজ খাওয়ার মাধ্যমে প্রোটিন গ্রহণের পরিমাণ বাড়াতে পারেন।  (ছবি ক্যানভা)
advertisement
5/12
*তরমুজ এবং খরমুজের বীজে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, সি, ই যা চোখের জন্য স্বাস্থ্যকর। ভিটামিন এ, সি, ই চোখের রোগ ম্যাকুলার ডিজেনারেশন থেকে রক্ষা করে। তাছাড়া দৃষ্টিশক্তিও তীক্ষ্ণ।  (ছবি ক্যানভা)
advertisement
6/12
*শরীরের রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে খরমুজের বীজ দারুণ বিকল্প। তরমুজের বীজে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। (ছবি ক্যানভা)
advertisement
7/12
*তরমুজের বীজের ক্যানসারের ঝুঁকি কমানোর ক্ষমতা রয়েছে। এ ছাড়া এসব বীজে উপস্থিত ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে কফ-সর্দি, ফ্লু ইত্যাদি থেকে রক্ষা করে। (ছবি ক্যানভা)
advertisement
8/12
*হাড় মজবুত করতেও তরমুজের বীজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বীজ হাড় মজবুত করার পাশাপাশি এর ঘনত্বও বাড়ায়।  (ছবি ক্যানভা)
advertisement
9/12
*খরমুজের বীজ নিয়মিত খেলে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। শুধু তাই নয়, এটি মাইগ্রেন, নিদ্রাহীনতা, ডিপ্রেসিভ ডিসঅর্ডার ইত্যাদির লক্ষণগুলিও পরিচালনা করে। (ছবি ক্যানভা)
advertisement
10/12
*খরমুজের বীজে পাওয়া ওমেগা -3 ফ্যাটি অ্যাসিডগুলি কার্ডিওভাসকুলারের কাজ ভাল রাখে। কার্ডিওভাসকুলার রোগ দূর করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  (ছবি ক্যানভা)
advertisement
11/12
*ভাঙা চুল ও দুর্বল নখ ঠিক করতে তরমুজের বীজ খাওয়া উপকারী। আসলে এই বীজে উপস্থিত হাই প্রোটিনের কারণে চুল, নখ সুস্থ থাকতে পারে। এটি শরীরের টিস্যুগুলি সুস্থ রাখতেও সহায়তা করে।  (ছবি ক্যানভা)
advertisement
12/12
*ওজন কমাতেও তরমুজের বীজ খাওয়া যেতে পারে। ব্যাখ্যা করুন যে বীজে ফাইবারের পরিমাণ খুব বেশি, যা ওজন কমাতে সহায়তা করে, কারণ ফাইবার গ্রহণের ফলে অনেকক্ষণ পেট ভরা থাকে। Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। (ছবি ক্যানভা)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Calcium: ক্যালসিয়ামের ঘাটতি মেটায় অতি সহজেই! সস্তার এই বীজ পাতে রাখুন সপ্তাহে ২-৩ দিন, ওষুধের দরকার নেই
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল