Butter vs Margarine: মাখন নাকি মার্জারিন-কোনটা বেশি উপকারী ও স্বাস্থ্যকর? জানুন পুষ্টিবিদের মত
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Butter vs Margarine: মাখন না মার্জারিন কোনটা বেশি পুষ্টিকর বা স্বাস্থ্যের জন্য কোনটা বেশি উপকারী?
advertisement
1/11

কয়েক দশক আগে মাখনের বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে মার্জারিন। তখন ধারণা তৈরি হয় যে মাখনের তুলনায় স্প্রেড হিসেবে অনেক বেশি স্বাস্থ্যকর মার্জারিন।
advertisement
2/11
অধিকাংশ মার্জারিন তৈরি হয় ভেজিটেবল অয়েল থেকে। ল্যাটিন শব্দ ওলিয়ম এবং গ্রিক শব্দ মার্গারিট মিলিয়ে নামকরণ হয়েছে মার্জারিন-এর।ওলিয়ম মানে অলিভ অয়েল বা জলপাইয়ের তেল। মার্গারিটের অর্থ মুক্তো।
advertisement
3/11
মাখন তৈরি হয় দুধ থেকে। এর প্রধান উপকরণ দুধের সর। মার্জারিন সেখানে ভেজিটেবল অয়েলের মিশ্রণ। তাতে প্রচুর আনস্যাচিওরেটেড ফ্যাট।
advertisement
4/11
দুগ্ধজাত মাখনে আছে স্যাচিওরেটেড ফ্যাট। অন্যদিকে উদ্ভিজ্জ তথা ভোজ্য তেল থেকে তৈরি মার্জারিনে আছে ট্রান্স ফ্যাট এবং আনস্যাচিওরেটেড ফ্যাট।
advertisement
5/11
মাখন না মার্জারিন কোনটা বেশি পুষ্টিকর বা স্বাস্থ্যের জন্য কোনটা বেশি উপকারী? ডায়েটিশিয়ান জেসিকা ব্যালের মতে, এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া যায় না।
advertisement
6/11
জেসিকা মনে করেন কে কোন স্বাদ বেশি পছন্দ করেন বা স্বাস্থ্য নিয়ে কী লক্ষ্য, তার উপরই নির্ভর করে এই প্রশ্নের উত্তর।
advertisement
7/11
মার্জারিনের তুলনায় মাখনে ক্যালরি ও স্যাচিওরেটেড ফ্যাট বেশি। কিন্তু পরিমিত পরিমাণে খেলে স্বাস্থ্যের ক্ষতি হয় না। মনে করেন বিশেষজ্ঞরা।
advertisement
8/11
মাখনের স্বাদ হারাতে চান না অনেকেই। তাঁরা খেতে পারেন হুইপড বাটার। এতে ক্যালরি ও স্যাচিওরেটেড ফ্যাট কম।
advertisement
9/11
মার্জারিনে ট্রান্স ফ্যাট নেই। কিন্তু মাখনের তুলনায় মার্জারিনকে প্রস্তুতির সময় অনেক বেশি প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে যেতে হয়।
advertisement
10/11
শরীরে কোলেস্টেরল মাত্রা বৃদ্ধি এবং স্যাচিওরেটেড ফ্যাট কমাতে মার্জারিন উপকারী, তাতে সন্দেহ নেই। কিন্তু যে কোনওরকম সলিড ও স্যাচিওরেটেড ফ্যাট গ্রহণ করতে হবে পরিমিত পরিমাণে।
advertisement
11/11
সব মিলিয়ে পুষ্টিবিদের মত, মাখন বা মার্জারিন যেটাই খাওয়া হোক না কেন, খেতে হবে পরিমিত পরিমাণে। দরকারে ডায়েটিশিয়ানের পরামর্শ শুনতে হবে। নিতে হবে ডাক্তারের মতও।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Butter vs Margarine: মাখন নাকি মার্জারিন-কোনটা বেশি উপকারী ও স্বাস্থ্যকর? জানুন পুষ্টিবিদের মত