Incense Sticks: বাড়িতে ধূপ জ্বলছে নিয়মিত? শরীরের কতটা ক্ষতি ডেকে আনছেন, জানেন তো?
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ধূপ জ্বালান, তবে সাবধানে৷
advertisement
1/6

•যে কোনও শুভ অনুষ্ঠানেই ব্যবহৃত হয় ধূপাকাঠি৷ নিত্য ঈশ্বর বন্দনায়ও ধূপকাঠির ব্যবহার হয়৷ সুগন্ধি ধূপের ঘন্ধে ঘর ম-ম করে৷ তবে সেই সুগন্ধ ডেকে আনতে পারে মারাত্মক ক্ষতি৷ যার থেকে মারণ রোগ বাসা বাঁধতে পারে শরীরে৷
advertisement
2/6
•ধূপকাঠিতে এমন কিছু রাসায়নিক ব্যবহার করা হয়, যা মারাত্মক শারীরিক সমস্যা তৈরি করতে পারে৷ প্রথমেই আসা যাক নিঃশ্বাসের সমস্যার কথায়৷ ধূপের ধোঁয়ায় থাকে দূষিত পদার্থ যা আমাদের নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে ফুসফুসের ক্ষতি করতে পারে৷ ফলে অনেক ক্ষণ ঘরে ধৃপকাঠি জ্বললে, ঘরে উপস্থিত সকলের সর্দি, কাশি বা শ্বাসের সমস্যা তৈরি হতে পারে৷
advertisement
3/6
•ধূপের ধোঁয়া থেকে চোখ, ত্বকের অ্যালার্জি দেখা যেতে পারে৷ একজিমার মতো ত্বকের সমস্যাও তৈরি হতে পারে ধূপের ধোঁয়া থেকে৷ তাই বেশিক্ষণ জ্বলন্ত ধূপের সামনে না থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷
advertisement
4/6
•শ্বাসের কষ্ট তৈরি হতে পারে ধূপকাঠির ধোঁয়া থেকে৷ ধূপ জ্বললে তা থেকে নির্গত হয় ক্ষতিকর কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড৷ এই বিষাক্ত ধোঁয়া শরীরে প্রবেশ করে সরাসরি হাঁপানির সমস্যা তৈরি করতে পারে৷ এমনকি ক্রনিক পালমোনারি ডিজিজ পর্যন্ত হতে পারে৷
advertisement
5/6
•একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে, যারা প্রতিদিন নিয়ম করে বাড়িতে ধূপ জ্বালান, তাদের মধ্যে হৃদরোগের আশঙ্কা তৈরি হয়৷ শরীরে বাসা বাঁধতে পারে হার্টের আরো নানা প্রকার জটিলতা৷ স্ট্রোকের আশঙ্কাও থাকে৷
advertisement
6/6
•ধূপের মধ্যে যে রাসায়নিক বা কেমিক্যাল থাকে তা জেনোটক্সিন জিনের ক্ষতি পর্যন্ত করতে পারে৷ জেনাটক্সিনকে মিউটাজেন বা মিউটেশন বলা হয়, যা জিনগত তথ্যের মধ্যে বদল আনতে পারে৷ যা ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ ডেকে আনতে পারে৷ তাই ধূপ জ্বালান, তবে সাবধানে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Incense Sticks: বাড়িতে ধূপ জ্বলছে নিয়মিত? শরীরের কতটা ক্ষতি ডেকে আনছেন, জানেন তো?