রান্না করতে গিয়ে হাতে গরম তেল...? ফোস্কা...? ভুলেও বরফ ঘষবেন না! '৩' ঘরোয়া উপায়েই পাবেন ম্যাজিকের মতো আরাম
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Burn Tips: রান্না করতে গিয়ে হাতে ছিটকে আসে গরম তেল। আর ফোস্কা পড়ার ভয়ে তৎক্ষণাৎ ফ্রিজ থেকে বরফ বার করে ঘষতে থাকেন আপনি। কিন্তু আদৌ ঠিক করেন কী? জানুন বিশেষজ্ঞরা ঠিক কী পরামর্শ দিচ্ছেন?
advertisement
1/10

হামেশাই রান্না করতে গিয়ে হাতে ছিটকে আসে গরম তেল। আর ফোস্কা পড়ার ভয়ে তৎক্ষণাৎ ফ্রিজ থেকে বরফ বার করে ঘষতে থাকেন আপনি। কিন্তু আদৌ ঠিক করেন কী? জানুন বিশেষজ্ঞরা ঠিক কী পরামর্শ দিচ্ছেন?
advertisement
2/10
আসলে রান্না করার সময় একটু আধটু ছ্যাঁকাপোড়া লাগলে অনেকেই তেমন ভয় পান না। কিন্তু ধরুন আচমকা কড়াইয়ের গরম তেল ছিটকে এলো হাতে, কিম্বা সাধের পাবদা মাছটি ভাজতে গিয়েই ফুটন্ত তেল ছিটকে এসে জ্বালিয়ে দিলো গোটা হাত?
advertisement
3/10
এ কথা বলাই বাহুল্য এমন জ্বলুনিতে সবার আগেই হাত চলে যায় ফ্রিজের হাতলে। ওষুধ খোঁজার আগেই এক টুকরো বরফ নিয়ে ঘষতে থাকি আমরা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন তাতেই বড় ভুল করে ফেলছেন আপনি। তাহলে ঠিক কী?
advertisement
4/10
আসলে অল্পস্বল্প তেলের ছিটেয় তেমন সমস্যা সব সময় হয় না। কিন্তু তেলের পরিমাণ বেশি হলে ক্ষতস্থানে দাগ প়ড়তে সময় লাগে না। ফোস্কাও পড়ে। সব সময় হাতের কাছে ওষুধও মজুত থাকে না। কিন্তু সেই সময় ফোস্কায় ভুলেও বরফ লাগানো উচিত নয়।
advertisement
5/10
বিশেষজ্ঞরা বলছেন, পুড়ে যাওয়ার পর বরফ ঘষলে তা ত্বকের ক্ষতি করে। সবচেয়ে ভাল, কলের ঠান্ডা জলের নীচে বেশ কিছু সময় হাত রেখে দেওয়া। কারণ হাতের কাছে ওষুধ না থাকলে তাৎক্ষণিক জ্বালাপোড়া কমাতে ঠান্ডা জল খুবই কার্যকরী হয়। কিন্তু তা ছাড়াও আছে আরও কিছু সহজ ঘরোয়া উপায় যেগুলি তাৎক্ষণিক আরাম দেয়। আর দেয় স্বস্তি।
advertisement
6/10
কারণ হাতের কাছে ওষুধ না থাকলে তাৎক্ষণিক জ্বালাপোড়া কমাতে ঠান্ডা জল খুবই কার্যকরী হয়। কিন্তু তা ছাড়াও আছে আরও কিছু সহজ ঘরোয়া উপায় যেগুলি তাৎক্ষণিক আরাম দেয়। আর দেয় স্বস্তি।
advertisement
7/10
মধু: গরম তেলের ফোস্কা বা ক্ষতস্থান থেকে ক্ষতিকর ব্যাক্টেরিয়া দূর করতে ও জ্বালাভাব কমাতে মধু কিন্তু খুবই উপকারী। আর সকলের হাতের কাছেই থাকে রান্নাঘরে। তাই ঠান্ডা জলে ক্ষতস্থান রাখার পর বেশ খানিকটা মধু লাগিয়ে রাখলে আপনি স্বস্তি পাবেন।
advertisement
8/10
অ্যালোভেরা: মধুর মতোই ক্ষতস্থানে অ্যালোভেরা লাগালে সেই স্থান ঠান্ডা হয় ও জ্বালাভাবও কমে। বাড়িতে অ্যালো ভেরা গাছ থাকলে তার পাতা ছিঁড়ে সরাসরি ক্ষতস্থানে লাগান। অ্যালো ভেরা পোড়া অংশের দাগ মেলাতেও সাহায্য করে।
advertisement
9/10
শসার টুকরো: শসার টুকরো ক্ষতস্থানের জ্বালা ভাব কমায়। কারণ এতে এমন ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে, যা যে কোনও প্রদাহকে কমাতে সহায়তা করে। এ ছাড়া শসায় থাকা প্যান্টোথেনিক অ্যাসিড ত্বককে মোলায়েম রাখে।
advertisement
10/10
Disclaimer:প্রতিবেদনের লেখা উপরোক্ত পরামর্শগুলো মূলত সাধারণ জ্ঞানমূলক তথ্য থেকেই নেওয়া এবং সাময়িক স্বস্তির জন্য দেওয়া। এই তথ্যগুলি News18বাংলার নিজস্ব মত নয়৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
রান্না করতে গিয়ে হাতে গরম তেল...? ফোস্কা...? ভুলেও বরফ ঘষবেন না! '৩' ঘরোয়া উপায়েই পাবেন ম্যাজিকের মতো আরাম