TRENDING:

Budget Friendly Gift Ideas: পর পর বিয়েবাড়ি-জন্মদিন, কী উপহার দেবেন? রইল নামমাত্র দামে অভিনব গিফট আইডিয়া

Last Updated:
Budget Friendly Gift Ideas: হাতে তৈরি উপহারের আনন্দ বরাবরই আলাদা। কেনা খুব মূল্যবান জিনিসের সামনেও নিজে হাতে তৈরি করা ছোট্ট একটা উপহার বেশি দামী। রইল তেমনই কম দামের দারুণ গিফট আইডিয়া।
advertisement
1/6
পর পর বিয়েবাড়ি-জন্মদিন, কী উপহার দেবেন? রইল নামমাত্র দামে অভিনব গিফট আইডিয়া
হাতে তৈরি উপহারের আনন্দ বরাবরই আলাদা। কেনা খুব মূল্যবান জিনিসটার সামনেও কারও নিজের হাতে তৈরি করা ছোট্ট একটা উপহার বেশি দামী লাগে। ওর মধ্যে যে উপহারদাতার ভালবাসা আর আন্তরিকতার ভরপুর মিশে থাকে কাছের কোন মানুষকে নিজ হাতে কিছু বানিয়ে দিতে ইচ্ছে হয় আপনার তবে চোখ বুলিয়ে নিন তেমনই কিছু গিফট আইডিয়ায়
advertisement
2/6
কাপড়ে হাতের কাজ করতে পারেন? সামান্য হলেও ধারণা রাখেন এসব নিয়ে? তবে কাপড় কিনে নিজের হাতে একটু করে আঁকিবুকি কেটে উপহার দিন প্রিয়জনকে। মানুষটা চমকে যাবে এমন উপহারে, খুশিও হবে ঢের বেশি।
advertisement
3/6
অ্যাপ্লিক করতে পারেন, সূঁচ সুতোয় ছোট্ট করে নকশা এঁকে দিতে পারেন। ফ্যাব্রিক পেইন্টিংও কিন্তু দারুণ আইডিয়া। একরঙা ওড়না বা কুর্তি কিনে তাতে পেইন্ট করে দিন যা ইচ্ছা হয়। কাঁচা হাতের কাজ হলেও উপহারতো বিশেষই হবে। ছেলেদের জন্য উপহার হলেও টি-শার্টে পেইন্ট করে দিতে পারেন।
advertisement
4/6
আবার এসব কাজে মন না থাকলে সবই বাজার থেকে কিনে বাজারেই তৈরি করিয়ে দিতে পারেন। ধরুন মায়ের জন্য ওড়না বা বন্ধুর জন্য একটা স্কার্ফ নিলেন, কিনে নিয়ে আরও একটু বিশেষ করে তুলতে পারেন। লেইস, পুঁতি, ঝুমকো এসব বসিয়ে নিন, তাতে কিন্তু উপহারের জিনিসটা আপনার চাহিদামতো কাস্টোমাইজড হয়েই গেল। আপনার হাতের ছোঁয়া না থাকলেও পছন্দ অনুযায়ী তৈরি করিয়ে নেয়ার তৃপ্তিটা থাকবে।
advertisement
5/6
কাগুজে বাক্সও চলতে পারে উপহারের নামে। মানে বুঝলেন না? কাগজ দিয়ে তৈরি বক্স, যা গহনা বা টুকিটাকি জিনিসপত্র রাখার কাজে ব্যবহার করা যাবে, বানিয়ে দিতে পারেন সহজেই। ইউটিউবে এমন অসংখ্য টিউটোরিয়াল ভিডিও পাবেন বক্স বানানোর। তার মাঝে পছন্দ এবং সুবিধা মতন কোন একটা বেছে নিয়ে ভিডিও ফলো করে তৈরি করে ফেলুন উপহার।
advertisement
6/6
গহনা তৈরি করে দেয়া যায় মালা, ব্রেসলেট বা পায়েল এসমস্ত গয়না বানানোর সময় কেবল খেয়াল রাখতে হয় যেনো বাঁধনটা মজবুত থাকে, দুই প্রান্তে লাগানো আংটা যেনো নিপুণভাবে জোড়া দেয়া হয়। আর ডিজাইন তো আপনার যেমন খুশি, যতোটা কাজ পারবেন সেসব বুঝেই হবে। আর সেই উপহার দিয়ে চমকে দিন আপনার প্রিয়জনকে
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Budget Friendly Gift Ideas: পর পর বিয়েবাড়ি-জন্মদিন, কী উপহার দেবেন? রইল নামমাত্র দামে অভিনব গিফট আইডিয়া
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল