ভাত খেয়ে ওজন কমানো সম্ভব! চাঞ্চল্যকর দাবি গবেষণায়
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
ভাত বর্জন করে রোগা হওয়ার থিওরিতে সমূলে কুঠারাঘাত করছে আমেরিকাল জার্নাল অফ ক্লিনিকাল নিউট্রিশানের গবেষণা।
advertisement
1/5

ভাতও খাবেন ওজনও কমবে, এমনও সম্ভব! গবেষণা বলছে হ্যাঁ সম্ভব। ভাত বর্জন করে রোগা হওয়ার থিওরিতে সমূলে কুঠারাঘাত করছে আমেরিকাল জার্নাল অফ ক্লিনিকাল নিউট্রিশান।
advertisement
2/5
তাঁদের গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। তাঁরা বলছেন, ভাত খেয়ে ওজন কমিয়ে ফেলা যায় অনেকটাই। তবে সাদা ভাত নয়। খেতে হবে বাদামি চালের ভাত। যার পোষাকি নাম ব্রাউন রাইস।
advertisement
3/5
আসলে সাদা চালের ভাত হল রিফাইনড রাইস। কিন্তু ব্রাউন রাইস হল আনপ্রসেসড চাল।
advertisement
4/5
গবেষকরা বলছেন এই চালে শর্করার পরিমাণ থাকে অনেক কম। ফলে কমে আসে ক্যালরি ইনটেক।
advertisement
5/5
এর ফলে মেটাবলিজমও বেড়ে যায় তরতর করে। এর ফলেই অভ্যাস বদলে দু'সপ্তাহে পাঁচ কেজি ওজন কমানো সম্ভব বলছেন পুষ্টিবিদরা।