TRENDING:

বিয়ের দিন আয়নায় নিজেকে চিনতে পারবেন না, আরে এ তো শুভশ্রী! কী করে হবে এই কামাল? উপায় আপনার হাতেই

Last Updated:
Subhashree Ganguly Wedding Look : বিনুনিতে তাজা কাঠচাঁপা ফুল, সেই সঙ্গে অঙ্গে শোভা পাচ্ছে ফুলের গয়না৷ যেন রাজকন্যে...
advertisement
1/8
বিয়ের দিন আয়নায় নিজেকে চিনতে পারবেন না, আরে এ তো শুভশ্রী!কী করে হবে এই কামাল?
দিনটা ছিল শুক্রবার, ১১মে, ২০১৮। গাঁটছড়ায় বাঁধা পড়লেন রাজ-শুভশ্রী। সারাটাদিন ধরে বাওয়ালি রাজবাড়িতে একের এক আচার অনুষ্ঠান সারা হল। অবশ্য বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছিল রাজ-শুভশ্রীর বিয়ের অনুষ্ঠান ৷ আইবুড়ো ভাত থেকে মেহেন্দি ৷ সঙ্গীতের ফোটোশ্যুট থেকে নাচ-গান সবই হয়েছে জমিয়ে ৷ আর বিয়ের আয়োজন যে এলাহি ছিল সে তো সবারই জানা ৷ তবে টলি অভিনেত্রীর বিয়ের লুক কিন্তু এখনও মেয়েদের মনে গেঁথে রয়েছে। সামনেই বিয়ের সিজন, আর যখন আপনি আপনার নিজের বিয়ের লুক নিয়ে চরম দ্বন্দ্বে রয়েছেন, তখনই সমাধান দিচ্ছে news18bangla. মনে করিয়ে দিই আপনাকে সেই অতি চর্চিত শুভশ্রীর মতো সাবেকি সাজ...
advertisement
2/8
বিয়ের দিন সকালে গায়ে হলুদের অনুষ্ঠানের যে ছবিটি প্রকাশ্যে এসেছিল, তাতে শুভশ্রীকে দেখা গিয়েছিল সাদা-হলুদে মেশা লেহেঙ্গা ও চোলিতে৷ চুলের সামনেটা পাফ করে ব্যাককোম্ব করা, পিছনটা এলোমেলো বিনুনি করে বাঁধা, বিনুনিতে তাজা কাঠচাঁপা ফুল, সেই সঙ্গে অঙ্গে শোভা পাচ্ছে ফুলের গয়না৷ যেন রাজকন্যে...
advertisement
3/8
বিয়ের রাতে শুভশ্রী পরেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা টুকটুকে লাল বেনারসি শাড়ি৷ অনুষ্কা শর্মা তাঁর রিসেপশনের দিন যেমন বেনারসি পরেছিলেন, তার খুব কাছাকাছিই একটি শোভা পাচ্ছিল শুভশ্রীর অঙ্গে৷
advertisement
4/8
সাবেকি শাড়ির সঙ্গে ছিল গা ভরা সোনার সাবেকি গয়না৷ বাদ পড়েনি নাকের নথ, কপালের টিকলি আর খোঁপায় বেলফুলের মালাও৷ কোমরে দারুণ দেখতে একটি কোমরবন্ধ পরেছিলেন শুভশ্রী, গলায় ছিল লাল-সাদা অর্কিডের মালা৷
advertisement
5/8
রবিবার বউভাতের অনুষ্ঠানেও শুভশ্রী বেছেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি সোনালিরঙা শাড়ি। সঙ্গে হিরের গয়না।
advertisement
6/8
বিয়ের আগে ত্বককে ভিতর থেকে সুন্দর করে তোলার চেষ্টা করুন৷ প্রচুর জল খান, ফল, তাজা শাকসবজি রাখুন খাদ্যতালিকায়৷ ডাবের জল, ফলের রসও যেন বাদ না পড়ে৷
advertisement
7/8
খুব ভালো একটা প্রাইমার কিনুন৷ ক্লেনজ়িং, টোনিংয়ের পর একটা মসলিনের কাপড়ে বরফ মুড়ে সেটা বুলিয়ে নিন ত্বকের উপর৷ তার পর ময়েশ্চরাইজ়ার লাগান৷ এরপর খুব ভালো মানের একটা প্রাইমারের সাহায্য নিন৷ তার পর ফাউন্ডেশন লাগাবেন৷
advertisement
8/8
সকালের দিকের অনুষ্ঠানে মেকআপ যতটা ফ্রেশ রাখা সম্ভব, ততটা রাখুন৷ গায়ে হলুদের অনুষ্ঠানে ভারী শাড়ি না পরে শুভশ্রীর মতো হালকা রঙের লেহেঙ্গা-চোলিও বাছতে পারেন, দারুণ দেখাবে! (এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বিয়ের দিন আয়নায় নিজেকে চিনতে পারবেন না, আরে এ তো শুভশ্রী! কী করে হবে এই কামাল? উপায় আপনার হাতেই
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল