Breast Pain Causes: মহিলাদের স্তনে আচমকা ব্যথার কারণ কী? খুব জরুরি, অবশ্যই জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Breast Pain Causes: স্তনের ব্যথা মানেই তা নিয়ে গুরুতর ভাবনার বিষয় রয়েছে এমনটা নয়। তবে কোনও কোনও ক্ষেত্রে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে সতর্ক থাকা প্রয়োজন।
advertisement
1/7

ক্রমশ বাড়ছে স্তন ক্যানসার। এজন্য সচেতনতা প্রয়োজন। স্তনে কোনও ধরনের অস্বাভাবিকতা, বা মাংসপিণ্ড অনুভব করা গেলে তা পরীক্ষা করানো জরুরি। শুধু তাই নয়, নিয়মিত নিজেকেও পরীক্ষা করে দেখা দরকার। স্তনে আচমকা ব্যথা কি খুব ভাবাচ্ছে আপনাকে? খুবই দুশ্চিন্তা হচ্ছে? তাহলে এই কয়েকটি দিক খেয়াল করতে হবে। জানুন কেন হতে পারে স্তনে ব্যথা। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/7
স্তনের ব্যথা মানেই তা নিয়ে গুরুতর ভাবনার বিষয় রয়েছে এমনটা নয়। তবে কোনও কোনও ক্ষেত্রে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে সতর্ক থাকা প্রয়োজন। নারীরোগ বিশেষজ্ঞ বিশাল মাকওয়ানা বলছেন, স্তনের ব্যথা মাস্টলিজিয়া নামে পরিচিত। তিনি বলছেন, ব্যথা কেমন ধরনের হচ্ছে, তার ওপর নির্ভর করে অনেক কিছু। দেখে নেওয়া যাক, স্তনে ব্যথার ৫ টি কারণ।
advertisement
3/7
সিস্ট- চিকিৎসক বলছেন, সিস্ট মানেই তা ক্যানসার এমন নয়। তবে আলসার বিভিন্ন রূপে হতে পারে। সিস্ট আর টিউমারের পার্থক্য নিয়ে সচেতন থাকার কথাও বলা হচ্ছে। স্তনের গ্রন্থি যখন বেড়ে যায়, তখন অনেক সময় সিস্ট হয়। সিস্টের জন্য অনেক সময় ব্যথা হয়। তবে সচেতন থাকা জরুরি।
advertisement
4/7
চক্রীয় ব্যথা-স্তনে সাইক্লিক ব্যথা প্রজনন চক্রের সঙ্গে সম্পর্কিত। এটি সাধারণত উভয় স্তনকে প্রভাবিত করে এবং পিরিয়ডের ২ সপ্তাহ আগে ব্যথা বাড়ে, পরে ঠিক হয়। বেশিরভাগ ক্ষেত্রে, ব্যথা স্বাভাবিক এবং কোন উদ্বেগের কারণ হয় না। এটিতে স্তনে অস্বস্তি হয়।
advertisement
5/7
মেস্টাইটিস- স্তনে প্রদাহ হলে মেস্টাইটিস হিসাবে তাকে ধরা হয় প্রাথমিকভাবে। অনেক সময় স্তনের দুধ আসার পর এটি হয়। এটিতে একটি জ্বালাভাব থাকে কখন কখনও। অনেক সময় ব্যথার ফলে জ্বরও হয়। ব্য়থা না কমলে চিকিৎসকের পরামর্শ নিন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
6/7
ওষুধ- কিছু কিছু ওষুধের সাইড এফেক্ট হিসেবে স্তনে ব্যথা হয়। অ্যান্টি প্রেগন্যান্সি বা কন্ট্রাসেপটিভ পিলের কারণে অনেক সময়ই স্তনে ব্যথা হয়। ফলে সেক্ষেত্রে চিকিৎসকরই একমাত্র সঠিক দিশা দেখাতে পারবেন।
advertisement
7/7
ব্রেস্ট ক্যানসার- ব্রেস্ট ক্যানসারে বেশিরভাগ সময় কোনও ব্যথা হয় না। তবে উপাচারে দেরি করলে এই ব্যথা বাড়তে থাকে। সেক্ষেত্রে অস্বস্তি অনুভূত হলে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। এছাড়াও বলা হচ্ছে ভুল ব্রা নির্বাচনেও স্তনে ব্যথা হতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Breast Pain Causes: মহিলাদের স্তনে আচমকা ব্যথার কারণ কী? খুব জরুরি, অবশ্যই জানুন