TRENDING:

Breast feeding : শিশুর ঘনঘন পেটখারাপ, পেটে ব্যথা? মাতৃদুগ্ধেই রয়েছে ওষুধ, কীভাবে জানেন?

Last Updated:
Breast feeding : সবচেয়ে বেশি দেখা যায়, সেটি হল শিশুর পেটে ব্যথা ও হজমের সমস্যা। কিন্তু এই সব সমস্যার একটাই বড় ওষুধ। তা হল মায়ের দুধ।
advertisement
1/7
শিশুর ঘনঘন পেটখারাপ, পেটে ব্যথা? মাতৃদুগ্ধেই রয়েছে ওষুধ, কীভাবে জানেন?
গর্ভবতী হয়ে জন্ম দিতে মায়ের বহু ব্যথা বেদনা সইতে হয়। কিন্তু জন্ম দেওয়ার পরে দায়িত্ব বেড়ে যায় দ্বিগুণ। সদ্যোজাতকে ধীরে ধীরে বড় করার সময়ে বিভিন্ন সমস্যাও আসে। বিশেষ করে শিশুর অসুখ করলে উদ্বেগ বাড়ে। আর এর মধ্যে যেটি সবচেয়ে বেশি দেখা যায়, সেটি হল শিশুর পেটে ব্যথা ও হজমের সমস্যা। কিন্তু এই সব সমস্যার একটাই বড় ওষুধ। তা হল মায়ের দুধ।
advertisement
2/7
এর কারণ হলো, এই অবস্থায় নবজাতকের পরিপাক তন্ত্র অনেকটাই অপরিণত থাকে। এই কারণেই নবজাতকদের পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, বমি এসব দেখা যায়। তবে এ কোনও বিরল ঘটনা নয়। প্রতি তিন জন শিশুর মধ্য়ে এক জনের পেটে ব্য়থার সমস্য়া হয়। কিন্তু শিশু অবস্থা থেকে এর ঠিক মতো ব্যবস্থা না নিলে এগুলি তার শরীরে স্থায়ী ভাবে থেকে যায়।
advertisement
3/7
শিশু পেটে ব্যথায় কেঁদে ওঠে। কিন্তু দেখবেন শিশু কি দিনে ৩ ঘণ্টার বেশি কাঁদে! তা হলে বুঝবেন যে অন্য কোনও সমস্যা রয়েছে। সেক্ষেত্রে চিকিৎসকরে পরামর্শ নিতে দেরি করবেন না।
advertisement
4/7
শিশুর পেটে ব্যথাকে আসলে কোনও রোগ বলা যায় না। বরং একাধিক উপসর্গের সমন্বয়। শিশুর জন্মের ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে এই সমস্যা শুরু হতে পারে। কেঁদেই শিশু এই সমস্যার জানান দেয়।
advertisement
5/7
অনেক সময়ে বহু শিশুরে পেটে দুধ সহ্য হয় না। ফলে ল্যাকটোজ ইনটলারেন্স ও অ্যালার্জি থেকে পেটে ব্যথা হয়। আবার অন্ত্রে ব্যাকটেরিয়া জনিত সমস্যা হলেও শিশুর পেটে ব্যথা শুরু হয়। এক্ষেত্রে শরীরে প্রোবায়োটিক প্রয়োজন হয়।
advertisement
6/7
মাতৃদুগ্ধে প্রোবায়োটিক থাকে। এটি ল্যাকটোব্যাকিলাস রিউটেরি বা এল রিউটেরি নামে পরিচিত। ফলে মাতৃদুগ্ধ খেলে শিশু পেটে ব্যথার কষ্ট থেকে অনেকটাই রেহাই পায়।
advertisement
7/7
মাতৃদুগ্ধের প্রোবায়োটিকস শরীরে কিছু ভাল ব্যাকটেরিয়া তৈরি করে যা পেটে ব্যথা কমায়। অন্ত্র যত সুস্থ থাকবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে শিশুর রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়বে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Breast feeding : শিশুর ঘনঘন পেটখারাপ, পেটে ব্যথা? মাতৃদুগ্ধেই রয়েছে ওষুধ, কীভাবে জানেন?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল