Breast Cancer Early Sign: স্তন ক্যানসারের সবচেয়ে প্রথম লক্ষণ কী জানেন? লড়াই করার জন্যে রইল চিকিৎসকের পরামর্শ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Breast Cancer Early Sign: বহু মহিলা ও পুরুষও এই রোগে আক্রান্ত। কিন্তু ঠিক কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এই মারণ অসুখ, জেনে নিন।
advertisement
1/7

স্তন ক্যানসার এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে বর্তমান বিশ্বে। বহু মহিলা ও পুরুষও এই রোগে আক্রান্ত। কিন্তু ঠিক কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এই মারণ অসুখ, জেনে নেওয়া যাক বেঙ্গালুরুর ফর্টিস হাসপাতালের মেডিক্যাল অঙ্কোলজি ও হেমাটো-অঙ্কোলজি বিভাগের অধিকর্তা চিকিৎসক ডা. নীতি রায়জাদার থেকে।
advertisement
2/7
স্তন ক্যানসার। ৩০ পেরোনো ভারতীয় মহিলাদের এর থেকে বড় ভয় সম্ভবত আর কিছু নেই। চিকিৎসকরা বলছেন, স্তন ক্যানসারের ক্ষেত্রে রোগ নির্ণয়ের চাবিটি থাকে আক্রান্তের কাছেই। তাঁদের মতে ‘সেল্ফ ডিটেকশন’-এর কোনও বিকল্প নেই এ ক্ষেত্রে। ভারতীয় মহিলাদের মধ্যে ক্রমশই এই রোগের প্রকোপ বাড়ছে।
advertisement
3/7
কী ভাবে বুঝবেন, এমন ঘোরতর অসুখ শরীরে বাসা বাঁধছে কি না? স্তনে তৈরি হওয়া মাংসের পিণ্ড সব সময় চামড়ার আড়ালেই থাকে। এ ছাড়া স্তনবৃন্তের আশপাশেও এই ধরনের মাংসের দলা থাকলে তা এড়িয়ে যাবেন না। মাংসপিণ্ডগুলি টিপলে যদি শক্ত লাগে, তা হলে অতি অবশ্যই চিকিৎসকের কাছে যান। তবে এ ছাড়াও কিছু লক্ষণ রয়েছে, যেগুলি অবহেলা করলেই বিপদ।
advertisement
4/7
স্তন ক্যানসারের একটি মূল উপসর্গ হল স্তন থেকে বাহুমূল পর্যন্ত অংশে কোনও রকম মাংসপিণ্ড তৈরি হওয়া। কিন্তু এছাড়াও অন্য উপসর্গও দেখা দিতে পারে। যেমন-- স্তনবৃন্ত থেকে রক্তের মতো স্রাব।
advertisement
5/7
স্তনবৃন্ত ভিতর দিকে বসে যাওয়া, বৃন্তের চারপাশে খসখসে ত্বক, লালচে ভাব, রক্ত জমাটবাঁধা। বাহুমূলে ফোলা ভাব। ত্বকে পরিবর্তন। স্তনবৃন্তের কাছে ব্যথা বা আকার আকৃতিগত পরিবর্তন।
advertisement
6/7
মূলত মাস্টেক্টমি অর্থাৎ ব্রেস্ট সার্জারি এবং লম্পেক্টমি অর্থাৎ টিউমারের অংশ বাদ দিয়ে দেওয়া হয় সার্জারির মাধ্যমে। এছাড়াও টিউমারের পার্শ্ববর্তী কিছু টিস্যুও কেটে দেওয়া হয়। এই অপারেশনের পর অর্থাৎ যদি লম্পেক্টমি হয় তাহলে পরবর্তীতে হরমোন থেরাপি, রে়ডিয়েশনের মাধ্যমেই চিকিৎসা করা হয়। এতেই সাধারণত কাজ হয়ে যায়। ক্যানসার কোষ নির্মূল করা যায়।
advertisement
7/7
যদি এর পরও কোনও প্রি ক্যানসার সেল রয়ে যায়, টিস্যু থেকে যায় এবং পরবর্তীতে ফিরে আসার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কেমোথেরাপির পরমর্শ দেওয়া হয়। স্তন ক্যানসারের চিকিৎসা চলার সময় যৌনতা, গর্ভাবস্থা এবং ডিম্বানু উৎপাদনের উপর প্রভাব ফেলতে পারে। এক্ষেত্রে ট্রিটমেন্ট শুরুর আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন। যদি পরবর্তীতে গর্ভধারণের পরিকল্পনা থাকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Breast Cancer Early Sign: স্তন ক্যানসারের সবচেয়ে প্রথম লক্ষণ কী জানেন? লড়াই করার জন্যে রইল চিকিৎসকের পরামর্শ