TRENDING:

Break Up Signs: প্রেমিকের 'এই' কয়টি আচরণ দেখলেই বুঝবেন সম্পর্ক ভাঙার সময় এসেছে, সতর্ক হন!

Last Updated:
Break Up Signs: যদি প্রেমিকের মধ্যে এই কয়টি আচরণ দেখেন, তাহলে বুঝবেন সম্পর্ক শেষ করার সময় এসেছে।
advertisement
1/6
প্রেমিকের 'এই' কয়টি আচরণ দেখলেই বুঝবেন সম্পর্ক ভাঙার সময় এসেছে, সতর্ক হন!
প্রেম অথবা দাম্পত্য। সম্পর্কে দূরত্ব আসে। আসে অন্য মানুষ। নতুন প্রেম, সম্পর্ক। কোনও কোনও ক্ষেত্রে দুটো মানুষের দূরর্ত্বে ভর করেই বাসা বাঁধে নতুন সম্পর্ক, ভাঙ্গন অবশ্যম্ভাবী হয়ে ওঠে দুটি মানুষের মধ্যে। অনেক ক্ষেত্রেই কিন্তু একটু সতর্ক হলেই সম্পর্কের এই ভাঙন বুঝে নেওয়া যায় কিছু ইঙ্গিতেই। যেমন দেখা যায়, কর্মক্ষেত্রে ব্যস্ততার জন্য কেউই কাউকে তেমন সময় দিতে পারছেন না।
advertisement
2/6
প্রেমের সম্পর্কে কমছে আবেগ। আগের তুলনায় কমছে ফোন (Call), মেসেজ। তাল মিলিয়ে ছোট বড় ইস্যুতে প্রায়শই লেগে আছে অশান্তি। আজ রইল এমনই কিছু টিপস (Tips)। যদি প্রেমিকের মধ্যে এই কয়টি আচরণ দেখেন, তাহলে বুঝবেন সম্পর্ক শেষ করার সময় এসেছে।
advertisement
3/6
একটা সময় সারাক্ষণ তার ফোন আসত। মাঝে মধ্যে বিরক্ত হতেন। সারাক্ষণ কোনও না কোনও মেসেজ আসত। কিন্তু, আজকাল ঘটছে ঠিক তার উল্টো। ফোন, মেসেজ (Message) সব প্রায় বন্ধ বললেই চলে। আপনি ফোন করলে, ব্যস্ততা দেখিয়ে দুটো কথা বলে রেখে দেয়। সারাদিনে হয়তো একটা মাত্র মেসেজ আসে। এমন হলে বুঝবেন, সে আপনাকে এড়িয়ে চলছে।
advertisement
4/6
যদি দেখেন পার্টনার শারীরিক সম্পর্কের (Physical Relation) প্রতি একেবারে আগ্রহ হারিয়েছে, তা হলে সতর্ক হন। প্রেম কিংবা দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ অংশ হল শারীরিক সংযুক্তি। প্রেমিক যদি, তা থেকে পুরোপুরি আগ্রহ হারায়, তাহলে বুঝবেন সম্পর্ক ভাঙার সময় এসেছে।
advertisement
5/6
অকারণ সন্দেহ মোটেও ঠিক কথা নয়। আপনি কোথাও গেলে সন্দেহ করা, কারও সঙ্গে কথা বললে, সন্দেহ করার মতো আচরণ দেখতে সতর্ক হন। যদি দেখেন, আপনার আড়ালে আপনার ফোন (Mobile) ঘাঁটছে সে, তাহলে বুঝতে হবে আপনাদের সম্পর্কে ভালোবাসার থেকে সন্দেহের পাল্লা ভারী। এক্ষেত্রে, অশান্তি চরম পর্যায় যাওয়ার আগে বেরিয়ে আসা ভালো।
advertisement
6/6
একের পর এক ভুল করে চলেছে সে। আর আপনি কিছু বললেই সরি বলে শেষ করে দিচ্ছে। ভাবছে সব সমস্যা মিটে গিয়েছে, এমন করা উচিত নয়। অনেকেরই সরি বলাটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে। যদি দেখেন পার্টনার (Partner) বারে বারে একই ভুল করে, তাহলে সিদ্ধান্ত নিন। অন্যায়কে সব সময় প্রশ্রয় দেবেন না। এতে পরে বড় সমস্যায় পড়তে পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Break Up Signs: প্রেমিকের 'এই' কয়টি আচরণ দেখলেই বুঝবেন সম্পর্ক ভাঙার সময় এসেছে, সতর্ক হন!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল