TRENDING:

Brain Tumor Symptoms: আপনার কি আচমকা কথা জড়িয়ে আসে? মাথায় প্রবল যন্ত্রণা হয়? অবহেলা করবেন না, মারণরোগে থাবা সম্ভব!

Last Updated:
Brain Tumor Symptoms: অনেক সময় এই সমস্ত উপসর্গের কারণ হয় ব্রেন টিউমার। প্রতি বছর ব্রেন টিউমারে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ।
advertisement
1/8
আপনার কি আচমকা কথা জড়িয়ে আসে? মাথায় প্রবল যন্ত্রণা হয়? অবহেলা করবেন না!
মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অংশ হল মাথা। আর সেখানেই যদি বিভিন্ন রকম অসুবিধা দেখা দেয় তবে সতর্ক হতেই হবে দ্রুত। মাথার যন্ত্রণার পাশাপশি যদি বমি, ভুলে যাওয়া ও আচমকা ব্ল্যাক আউটের মতো উপসর্গ দেখা দেয় তবে চিন্তার বিষয়!
advertisement
2/8
অনেক সময় এই সমস্ত উপসর্গের কারণ হয় ব্রেন টিউমার। প্রতি বছর ব্রেন টিউমারে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। তবে সঠিক চিকিৎসার মাধ্যমে ব্রেন টিউমার থেকে মুক্তি পাওয়া একেবারে সহজ।
advertisement
3/8
তবে টিউমার যদি ক্যানসার-যুক্ত হয় সেটা অবশ্যই চিন্তার। নাহলে সার্জারির মাধ্যমে মস্তিষ্কের টিউমার বাদ দিয়ে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা সম্ভব।
advertisement
4/8
কোচবিহারের এক অভিজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ দত্ত জানান,ব্রেন টিউমারে ক্ষেত্রে বেশ কিছু লক্ষণ রয়েছে। যা দেখলে সাবধান হতে হবে দ্রুত। এই অসুখের ক্ষেত্রে সকালে ঘুম থেকে ওঠার পর তীব্র মাথার যন্ত্রণা করতে শুরু করে। জ্বর বা অন্য কোনও কারণ ছাড়া হঠাৎ করে শরীর কাঁপতে শুরু করা। তবে কিছুক্ষণ পর নিজে থেকেই কমে যাওয়া।
advertisement
5/8
হজমের সমস্যা না থাকলেও আচমকাই বমি পাওয়া। খুব সাধারণ ও সাম্প্রতিক ঘটনার কথা একেবারে ভুল হয়ে যাওয়া। আর সেই কথা কিছুতেই মনে না করতে পারা। সারা দিন ঘুম ঘুম ভাব থাকা। কোনও কাজ করতে ইচ্ছে না করা।
advertisement
6/8
সেরিব্রামের টেম্পোরাল লোবে টিউমার হলে চোখে দেখার সমস্যা তৈরি হয়। হাত পা নাড়াচাড়া করতে সমস্যা ও হাঁটা চলায় ভারসাম্য রক্ষা করার অসুবিধা তৈরি হয়।
advertisement
7/8
তিনি আরও জানান, ভাবনা ও বলার কো-অর্ডিনেশনে বিস্তর অসুবিধা দেখা দেয়। হাত দিয়ে কোনও জিনিস শক্ত করে ধরতে সমস্যা হয়ে থাকে। মানুষের ব্যবহার বদলে যেতে পারে একেবারেই। ঢোক গিলতে ও খাবার খেতে অসুবিধা তৈরি হতে পারে হতে পারে।
advertisement
8/8
গন্ধের বোধ শক্তি একেবারে থাকে না। তবে এই অসুখের সুনির্দিষ্ট কোনও কারণ এখনও কিছু জানা যায়নি। তবে জেনেটিক্যাল ও রেডিয়েশন এই দুই কারনেই ব্রেন টিউমারের ঝুঁকি থাকে। মূলত সিটিস্ক্যান ও এমআরআই স্ক্যানের মাধ্যমে টিউমার শনাক্ত করা হয়ে থাকে। তবে এই রোগের সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে মুক্তি পাওয়া খুব সহজেই সম্ভব। (Sarthak Pandit)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Brain Tumor Symptoms: আপনার কি আচমকা কথা জড়িয়ে আসে? মাথায় প্রবল যন্ত্রণা হয়? অবহেলা করবেন না, মারণরোগে থাবা সম্ভব!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল