Brain Stroke: কোন ব্লাড গ্রুপের মানুষদের ব্রেন স্ট্রোক হওয়ার ঝুঁকি বেশি থাকে জানেন? নয়া গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Brain Stroke: আকর্ষণীয় বিষয় হল, কিছু রক্ত গ্রুপের লোকদের প্রিম্যাচিউর স্ট্রোক (আগাম ব্রেন স্ট্রোক) হওয়ার সম্ভাবনা বেশি বলে একটি গবেষণায় প্রকাশিত হয়েছে। এখন সেই গবেষণার বিবরণ জানি।
advertisement
1/9

আমাদের শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ এবং জীবক্রিয়াগুলি সঠিকভাবে কাজ করতে রক্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গকে প্রয়োজনীয় পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে। আমাদের রক্তে বিভিন্ন ধরনের ব্লাড গ্রুপ থাকে তা সবাই জানে। (প্রতীকী ছবি)
advertisement
2/9
আকর্ষণীয় বিষয় হল, কিছু রক্ত গ্রুপের লোকদের প্রিম্যাচিউর স্ট্রোক (আগাম ব্রেন স্ট্রোক) হওয়ার সম্ভাবনা বেশি বলে একটি গবেষণায় প্রকাশিত হয়েছে। এখন সেই গবেষণার বিবরণ জানি।
advertisement
3/9
মানব জীববিজ্ঞানে ব্লাড গ্রুপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু রক্ত গ্রুপের লোকদের, বিশেষ করে ‘A’ ব্লাড গ্রুপের লোকদের প্রিম্যাচিউর স্ট্রোকের ঝুঁকি বেশি বলে গবেষকরা জানিয়েছেন। ২০২২ সালে পরিচালিত এই গবেষণায়, কিছু ব্লাড গ্রুপের লোকদের আগাম স্ট্রোকের ঝুঁকি কেন বেশি তা বিশ্লেষণ করা হয়েছে।
advertisement
4/9
এই গবেষণায় ১৮-৫৯ বছর বয়সি ৬ লক্ষ লোকের ডেটা বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে ১৭,০০০ জন স্ট্রোক আক্রান্তের জেনেটিক ডেটাও বিশ্লেষণ করা হয়েছে। Genome-wide genetic analysis এর মাধ্যমে, বিজ্ঞানীরা স্ট্রোকের সঙ্গে সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ জিন অঞ্চল (gene locations) চিহ্নিত করেছেন। এর মধ্যে একটি ব্লাড গ্রুপ নির্ধারণকারী জিন।
advertisement
5/9
‘A’ ব্লাড গ্রুপের ব্যক্তিদের ৬০ বছরের নিচে ১৬% বেশি স্ট্রোকের ঝুঁকি রয়েছে। ‘O1’ ব্লাড গ্রুপের লোকদের ১২% কম স্ট্রোকের ঝুঁকি রয়েছে। ‘A’ ব্লাড গ্রুপের ব্যক্তিদের ৬০ বছরের নিচে ১৬% বেশি স্ট্রোকের ঝুঁকি রয়েছে। ‘O1’ ব্লাড গ্রুপের লোকদের ১২% কম স্ট্রোকের ঝুঁকি রয়েছে।
advertisement
6/9
‘A’ ব্লাড গ্রুপের লোকদের রক্ত দ্রুত জমাট বাঁধার সম্ভাবনা বেশি বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। প্লেটলেটস, রক্তনালীর দেয়ালের গঠন, প্রোটিনের প্রভাবের কারণে রক্ত জমাট বাঁধার ঝুঁকি বেশি থাকে। রক্ত জমাট বাঁধার ফলে ব্রেনের রক্ত সঞ্চালন কমে যাওয়ায় স্ট্রোকের ঝুঁকি বাড়ে। তবে, ৬০ বছরের পর এই ঝুঁকি কমে যায়।
advertisement
7/9
‘A’ ব্লাড গ্রুপের লোকদের মধ্যে কর্টিসল (Stress Hormone) বেশি উৎপন্ন হয়। এর প্রভাবে মানসিক চাপ বাড়ে এবং স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত ব্যায়াম করা, পুষ্টিকর খাবার খাওয়া, ধ্যান করা স্বাস্থ্যকর। দিনে ৭-৯ ঘণ্টা ঘুমনোর মাধ্যমে শরীরের কার্যক্ষমতা উন্নত হয়।
advertisement
8/9
এই গবেষণা অনুযায়ী, ব্লাড গ্রুপ স্বাস্থ্যকে প্রভাবিত করে তা স্পষ্ট হয়েছে। বিশেষ করে, ‘A’ ব্লাড গ্রুপের লোকদের তাদের স্বাস্থ্যের প্রতি আরও যত্নশীল হওয়া উচিত। প্রিম্যাচিউর স্ট্রোকের ঝুঁকি কমাতে খাদ্যাভ্যাস পরিবর্তন করা, স্বাস্থ্যকর জীবনযাপন করা খুবই প্রয়োজন।
advertisement
9/9
(Disclaimer: এই প্রবন্ধে দেওয়া তথ্য সাধারণ অনুমানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। news18 bangla এই বিষয়টি নিশ্চিত করেনি। দয়া করে সেগুলি প্রয়োগ করার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ নিন)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Brain Stroke: কোন ব্লাড গ্রুপের মানুষদের ব্রেন স্ট্রোক হওয়ার ঝুঁকি বেশি থাকে জানেন? নয়া গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য