Brahmi: ছোট্ট ছোট্ট পাতাতেই বড় শক্তি! সন্তানের স্মৃতিশক্তি হবে তুখোড়, কোথাও পাওয়া যাবে এই গাছ? জেনে নিন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
স্মৃতি শক্তি বাড়াতে এই সহজলভ্য গাছের সাহায্য নিতে পারেন। স্মৃতি শক্তি তো বাড়বেই তাছাড়াও বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা।
advertisement
1/6

এই বিশেষ গাছের পাতা কিংবা রস, দ্রুত গতিতে বাড়বে স্মৃতিশক্তি। বাজারের হাজার হাজার টাকার সাপ্লিমেন্ট ফেইল করে যাবে এই গাছের সামনে। একটা টাকাও খরচ নেই, নেই কোনও সাইড এফেক্ট।
advertisement
2/6
প্রাচীন ভারতবর্ষ থেকে ঋষি মুনিরা ব্যাবহার করে আসছেন এই ভেষজ গাছ। ভাল পরীক্ষা দিতে তুখোড় স্মৃতি শক্তি একটা মস্ত অ্যাডভান্টেজ। স্মৃতি শক্তি বাড়াতে এই সহজলভ্য গাছের সাহায্য নিতে পারেন। স্মৃতি শক্তি তো বাড়বেই তাছাড়াও বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা।
advertisement
3/6
এই ভেষজ উদ্ভিদ ধারাবাহিক ভাবে ব্যাবহার করলে কেটে যাবে সব রকম মানসিক চাপ। পড়াশোনায় বাড়বে ফোকাস এবং শেষ প্রস্তুতি হবে তুঙ্গে। গাছটির নাম হল ব্রাহ্মী শাক।
advertisement
4/6
আয়ুষ শাখা,বাঁকুড়ার তরফ থেকে এই গাছ বিনামূল্যে আগ্রহীদের দেওয়া হবে। শুধু মাত্র যোগাযোগ করলেই হল। আয়ুষ শাখা,বাঁকুড়ার ছাদ বাগানেও রয়েছে এই ম্যাজিকাল গাছ।
advertisement
5/6
আয়ুষ শাখা মেডিক্যাল অফিসার বললেন, "সহজলভ্য ভেষজ এই ভেষজ উদ্ভিদ ধারাবাহিক ভাবে ব্যাবহার করলে কেটে যাবে সব রকম মানসিক চাপ। পড়াশোনায় বাড়বে ফোকাস।"
advertisement
6/6
সহজলভ্য ভেষজ উদ্ভিদ পেতে যোগাযোগ করুন বাঁকুড়ার আয়ুস শাখায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Brahmi: ছোট্ট ছোট্ট পাতাতেই বড় শক্তি! সন্তানের স্মৃতিশক্তি হবে তুখোড়, কোথাও পাওয়া যাবে এই গাছ? জেনে নিন