Botanical Garden: শীতের শুরুতেই পর্যটক দারুন ভিড় জমাচ্ছে বোটানিকাল গার্ডেনে!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Botanical Garden: এই শীতে চায়ের বাগান দেখতে বোটানিক্যাল গার্ডেনে পর্যটকদের ভিড়! শীতের আমেজে ভিড় বাড়ছে আচার্য্য জগদীশচন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যান এ। শনি ও রবিবার দারুন ভিড়।
advertisement
1/5

এই শীতে চায়ের বাগান দেখতে বোটানিক্যাল গার্ডেনে পর্যটকদের ভিড়! শীতের আমেজে ভিড় বাড়ছে আচার্য্য জগদীশচন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যান এ। শনি ও রবিবার দারুন ভিড়। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
হাওড়ার বোটানিক্যাল গার্ডেন মানে পর্যটকদের মূল আকর্ষণের ২৭০ বছর অধিক বয়সি বিখ্যাত বটগাছ। উদ্যানের দক্ষিণ-পশ্চিম অংশ জুড়ে রয়েছে বিশাল আকৃতির বটগাছ। হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে আসা অধিকাংশ পর্যটক ভিড় জমায় এখানে। তবে গত কয়েক বছরে বোটানিক্যাল গার্ডেনে আরও আকর্ষণ বেড়েছে মানুষের।
advertisement
3/5
আচার্য্য জগদীশচন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যাননে দেশী-বিদেশি নানা প্রজাতির উদ্ভিদ সংরক্ষিত রয়েছে। এটি গবেষণা এবং শিক্ষামূলক ভ্রমনে যেমন গুরুত্ব রয়েছে। সেই দিক গুরুত্ব রেখে এই উদ্যান আরও সমৃদ্ধ করতে উদ্যোগী উদ্যান কর্তৃপক্ষ। একইসঙ্গে সাধারণ পর্যটকদের আকর্ষণ বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফলে উভয় দিক থেকে মানুষের আগ্রহ দারুন।
advertisement
4/5
বোটানিকাল গার্ডেনে বিখ্যাত বটগাছ, বনজ ফলের বাগান, ভেষজ উদ্যান, অ্যাকোয়াটিক প্ল্যান্ট, নেচার টেইল এবং চায়ের বাগান ভীষণভাবে আকৃষ্ট করছে পর্যটকদের। উদ্যান কর্তৃপক্ষের কথায়, এবার শীতে বোটানিক্যাল গার্ডেনে পর্যটকদের অন্যতম আকর্ষণ দক্ষিণবঙ্গের একমাত্র 'চায়ের বাগান ' ।
advertisement
5/5
পর্যটকদের আকর্ষণ বাড়াতে চায়ের বাগান, ক্যাফেটেরিয়া, বোটিং পরিষেবার পাশাপাশি শিশু ও মায়ের কথা ভেবে ' বেবি ফিডিং জোন ' তৈরি করা হয়েছে। গত কয়েক বছরে সংরক্ষণ এবং গবেষণার দিক যেমন জোড় দেওয়া হয়েছে সেই সঙ্গে সাধারণ পর্যটকদের কথা ভেবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর তাতেই ব্যাপক সাড়া মিলছে মানুষের। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Botanical Garden: শীতের শুরুতেই পর্যটক দারুন ভিড় জমাচ্ছে বোটানিকাল গার্ডেনে!