TRENDING:

Bone health: ভাঙা হাড়ও জোড়া লেগে যায়! আগাছা ভেবে ভুল করছেন না তো? এই গাছের গুণ জানলে অবাক হবেন

Last Updated:
এই গাছের এমন গুণ যে ভাঙা হাড়ও জোড়া লাগাতে পারে৷
advertisement
1/6
ভাঙা হাড়ও জোড়া লেগে যায়! আগাছা ভেবে ভুল করছেন না তো? এই গাছের গুণ অবাক করবে
বাড়ির আশপাশেই অতি পরিচিত সাধারণ এমন কিছু পাতা রয়েছে যাদের অসাধারণ গুণ সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না৷ এমনই একটি উদ্ভিদের কথাই আজ জানান হল এই প্রতিবেদনে৷ এই গাছের এমন গুণ যে ভাঙা হাড়ও জোড়া লাগাতে পারে৷
advertisement
2/6
এই উদ্ভিদের নাম হল হাড়জোড়৷ নামের সঙ্গেই সামঞ্জস্য পূর্ণ এর কাজ৷ এই উদ্ভিদের প্রকৃতি গরম। হাড়জোড় খাওয়াও হয়, সেইসঙ্গে বাইরে থেকে লাগানও হয়৷ এতে উপস্থিত ক্যালসিয়াম কার্বনেট এবং ফসফেট হাড়কে মজবুত করে।
advertisement
3/6
সরকারি আয়ুর্বেদ হাসপাতালের ডাঃ প্রিয়াঙ্কা সিং জানালেন এর অসাধারণ গুণের কথা৷ সেইসঙ্গে তিনি এও জানালেন এর অসাধারণ প্রয়োগ সম্পর্কে৷
advertisement
4/6
ডাঃ প্রিয়াঙ্কা সিং জানালেন, হাড়জোড়ের রস বের করে ঘি মিশিয়ে খাওয়া যেতে পারে। এর গুঁড়া ২ থেকে ৫ গ্রাম দুধের সঙ্গে খেলে ১৫ দিনের মধ্যে ভাঙা হাড় সেরে যায়।
advertisement
5/6
এই বিশেষ উদ্ভিদ প্রাকৃতিক অ্যানাবলিক হরমোন নিয়ন্ত্রণ করে, যা অস্টিওপরোসিস প্রতিরোধ করে। হাড়ের নিরাময়, পেটের সমস্যা, পাইলস, লিউকোরিয়া, মচকে যাওয়া, আলসার, শ্বাসকষ্ট, বাতের ব্যথা, মেরুদণ্ডের ব্যথা, রক্তপাত ও ফোলা রোগে এটি খুবই উপকারী।
advertisement
6/6
হাড়জোড়ে প্রচুর পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম এবং কার্বনেট পাওয়া যায়। এতে উপস্থিত ক্যালসিয়াম কার্বনেট এবং ফসফেট হাড়কে মজবুত করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bone health: ভাঙা হাড়ও জোড়া লেগে যায়! আগাছা ভেবে ভুল করছেন না তো? এই গাছের গুণ জানলে অবাক হবেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল