Bone health: ভাঙা হাড়ও জোড়া লেগে যায়! আগাছা ভেবে ভুল করছেন না তো? এই গাছের গুণ জানলে অবাক হবেন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
এই গাছের এমন গুণ যে ভাঙা হাড়ও জোড়া লাগাতে পারে৷
advertisement
1/6

বাড়ির আশপাশেই অতি পরিচিত সাধারণ এমন কিছু পাতা রয়েছে যাদের অসাধারণ গুণ সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না৷ এমনই একটি উদ্ভিদের কথাই আজ জানান হল এই প্রতিবেদনে৷ এই গাছের এমন গুণ যে ভাঙা হাড়ও জোড়া লাগাতে পারে৷
advertisement
2/6
এই উদ্ভিদের নাম হল হাড়জোড়৷ নামের সঙ্গেই সামঞ্জস্য পূর্ণ এর কাজ৷ এই উদ্ভিদের প্রকৃতি গরম। হাড়জোড় খাওয়াও হয়, সেইসঙ্গে বাইরে থেকে লাগানও হয়৷ এতে উপস্থিত ক্যালসিয়াম কার্বনেট এবং ফসফেট হাড়কে মজবুত করে।
advertisement
3/6
সরকারি আয়ুর্বেদ হাসপাতালের ডাঃ প্রিয়াঙ্কা সিং জানালেন এর অসাধারণ গুণের কথা৷ সেইসঙ্গে তিনি এও জানালেন এর অসাধারণ প্রয়োগ সম্পর্কে৷
advertisement
4/6
ডাঃ প্রিয়াঙ্কা সিং জানালেন, হাড়জোড়ের রস বের করে ঘি মিশিয়ে খাওয়া যেতে পারে। এর গুঁড়া ২ থেকে ৫ গ্রাম দুধের সঙ্গে খেলে ১৫ দিনের মধ্যে ভাঙা হাড় সেরে যায়।
advertisement
5/6
এই বিশেষ উদ্ভিদ প্রাকৃতিক অ্যানাবলিক হরমোন নিয়ন্ত্রণ করে, যা অস্টিওপরোসিস প্রতিরোধ করে। হাড়ের নিরাময়, পেটের সমস্যা, পাইলস, লিউকোরিয়া, মচকে যাওয়া, আলসার, শ্বাসকষ্ট, বাতের ব্যথা, মেরুদণ্ডের ব্যথা, রক্তপাত ও ফোলা রোগে এটি খুবই উপকারী।
advertisement
6/6
হাড়জোড়ে প্রচুর পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম এবং কার্বনেট পাওয়া যায়। এতে উপস্থিত ক্যালসিয়াম কার্বনেট এবং ফসফেট হাড়কে মজবুত করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bone health: ভাঙা হাড়ও জোড়া লেগে যায়! আগাছা ভেবে ভুল করছেন না তো? এই গাছের গুণ জানলে অবাক হবেন