Handloom: জলে অবহেলায় পরে থাকা কচুরিপানা থেকে তৈরি হচ্ছে ট্রেন্ডিং ড্রেস! দেখলে তাজ্জব হয়ে যাবেন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
জলাশয়ে বেশ অনাদরেই পড়ে থাকে এই কচুরিপানা। কিন্তু সেই অবহেলিত বস্তু যে বস্ত্র তৈরির কাজে ব্যবহার করা যেতে পারে সেটাই করে দেখালেন বোলপুর শান্তিনিকেতন বিশ্বভারতীর এক অধ্যাপক ও এক পড়ুয়া।
advertisement
1/8

বীরভূম: কচুরিপানা নামের সঙ্গে গ্রামগঞ্জে থেকে শুরু করে শহরতলী প্রায় সব শ্রেণীর মানুষ পরিচিত। আমাদের আশেপাশের পুকুর অথবা জলাশয়ে বেশ অনাদরেই পড়ে থাকে এই কচুরিপানা।
advertisement
2/8
কিন্তু সেই অবহেলিত বস্তু যে বস্ত্র তৈরির কাজে ব্যবহার করা যেতে পারে সেটাই করে দেখালেন বোলপুর শান্তিনিকেতন বিশ্বভারতীর এক অধ্যাপক ও এক পড়ুয়া। (সৌভিক রায়)
advertisement
3/8
জলাশয়ের সেই কচুরিপানা থেকে তৈরি সুতো দিয়ে তাঁরা বিশেষ ভাবে প্রস্তুত করেছেন টি-শার্ট ও অন্যান্য পরিধান। তাঁদের এই ধরনের শিল্পকর্মকে কুর্নিশ জানিয়েছেন বিশ্বভারতীর বিভিন্ন বিভাগের অধ্যাপক, পড়ুয়া এবং প্রাক্তণীরা।
advertisement
4/8
শান্তিনিকেতনের উদয়ন পল্লির বাসিন্দা শঙ্কর রায় মৌলিক তিনি বিশ্বভারতীর শিল্প সদনের টেক্সটাইল বিভাগের অধ্যাপক। বোলপুরের বিশ্বভারতীতে তাঁর স্নাতকোত্তরের ছাত্রী বাঁকুড়ার বাসিন্দা সৌমিলি পাল তাঁর প্রজেক্ট হিসেবে বেছে নিয়েছিলেন জলাশয়ের কচুরিপানা।
advertisement
5/8
সেই কচুরিপানা সংগ্রহ করে কী ভাবে সেটি থেকে সুতো তৈরি ও তা থেকে কাপড় তৈরি করা যায় সেটাই ছিল তাঁর উদ্দেশ্য।
advertisement
6/8
আমাদের আশেপাশের পুকুরে কচুরিপানা দেখতে পাওয়া যায়। আমরা অনেকেই সেই কচুরিপানা জল থেকে তুলে পরিষ্কার করে ফেলেদি। পুকুরে জন্মানো কচুরিপানা তেমন কোনও কাজে লাগে না বলে মনে করেন অনেকেই।
advertisement
7/8
এবার সেই কচুরিপানা সংগ্রহ করে ওই ছাত্রী তাঁর অধ্যাপকের সহযোগিতায় কচুরিপানা তত্ত্ব থেকে বোনা হয় এমন কাপড়, পরবর্তীকালে সেই তত্ত্ব থেকে বিভিন্ন পদ্ধতিতে সুতো বানিয়ে তা দিয়ে টি-শার্ট তৈরি করেন। শিল্পসদনের বার্ষিক শিল্পোৎসবেও সেই কচুরিপানা-মিশ্রিত সুতো থেকে তৈরি টি-শার্ট প্রদর্শিত হয় সেটির যথেষ্ট প্রশংসা হয়।
advertisement
8/8
শঙ্কর রায় মৌলিক বলেন, "যার কোনও মূল্য নেই সেই জিনিস থেকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা একটি ব্যবহারযোগ্য সামগ্রী তৈরি করতে পেরেছি, যা প্রকৃতিবান্ধব। আশা করি, এই ধরনের কাজ দেখে অনেকেই এই কাজের প্রতি উদ্যোগী হবেন। এছাড়াও কচুরিপানা থেকে তত্ত্ব নিষ্কাশনের সময় যে বর্জ্য পদার্থ পড়ে থাকে সেটি দিয়েও হ্যান্ডমেড পেপার তৈরি করা হয়েছে।" শিক্ষক-ছাত্রীর এই উদ্যোগে খুশি কর্তৃপক্ষও।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Handloom: জলে অবহেলায় পরে থাকা কচুরিপানা থেকে তৈরি হচ্ছে ট্রেন্ডিং ড্রেস! দেখলে তাজ্জব হয়ে যাবেন