Fruits to control Blood Sugar: ডায়াবেটিস রোগীরা কখন ফল খেতে পারবেন? দিনের এই সময়ে এ ভাবে ফল খেলেই কমবে ব্লাড সুগার! জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Fruits to control Blood Sugar: যেমন তেমন ভাবে ফল খেলে হবে না৷ নিয়ম মেনে ফল খেতে হবে৷ না হলে হিতে বিপরীত হবে৷ পাবেন না উপকার৷ তাই জেনে নিন কীভাবে ফল খাবেন৷
advertisement
1/5

ভিটামিন, মিনারেলসে ভরপুর ফল নিয়মিত রাখুন ডায়েটে৷ ফল না খেলে সার্বিক সুস্থতা বজায় থাকবে না৷ পূর্ণ হবে না চাহিদা অনুযায়ী পুষ্টিগুণ৷ তবে ফল খাওয়ারও বিশেষ কিছু নিয়ম আছে৷
advertisement
2/5
যেমন তেমন ভাবে ফল খেলে হবে না৷ নিয়ম মেনে ফল খেতে হবে৷ না হলে হিতে বিপরীত হবে৷ পাবেন না উপকার৷ তাই জেনে নিন কীভাবে ফল খাবেন৷ বলছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা৷
advertisement
3/5
ফল সব সময় চিবিয়ে খান৷ কখনওই ফলের রস খাবেন না৷ তাহলে হিতে বিপরীত হবে৷ চিবিয়ে খেলে তাজা ফলের ফাইবার প্রচুর পরিমাণে সর্বোচ্চ গুণসমেত খেতে পারবেন৷
advertisement
4/5
আগে বলা হত ভরা পেটে ফল খাওয়াই নিয়ম৷ কিন্তু এখন বিশেষজ্ঞরা বলেন দিনের যে কোনও সময়ে ফল খাওয়া যায়৷ তবে ব্লাড সুগার রোগীরা খালি পেটে ফল খাওয়া এড়িয়ে চলুন৷ তাঁরা সব সময় অন্য কিছু খাবারের সঙ্গে বা পরে ফল খাবেন৷
advertisement
5/5
ডায়াবেটিস না থাকলে খালি পেটে বা খাবারের সঙ্গে দু’ভাবেই ফল খাওয়া যেতে পারে৷ যদি কোনও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তাহলে ডাক্তার ও পুষ্টিবিদের পরামর্শ নিন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fruits to control Blood Sugar: ডায়াবেটিস রোগীরা কখন ফল খেতে পারবেন? দিনের এই সময়ে এ ভাবে ফল খেলেই কমবে ব্লাড সুগার! জানুন