Blood Sugar Control: বাজারে থরেথরে সাজানো, এটাই সিজন...! শিকড় থেকে ব্লাডসুগারকে উপড়ে আনে এই সবুজ আনাজ
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
সজনের অ্যান্টি-অক্সিডেন্ট রক্তে সুগার লেভেল নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। প্রতিদিন মাত্র ৫০ গ্রাম সজনে পাতা খেলে ডায়বেটিস নিয়ন্ত্রণে থাকে। বিশেষ করে ডায়াবেটিসের রোগীদের জন্য আদর্শ এই চা।
advertisement
1/11

বাংলার ঘরে ঘরে সজনে খুবই পরিচিত একটি নাম। সজনের পাতা, ফুল এবং ডাঁটা সবই নানা রকম পদে খাওয়া হয় বাঙালি পরিবারে।
advertisement
2/11
ফাল্গুন চৈত্র মানেই গাছ জুড়ে সজনেডাঁটার বাহার৷ দক্ষিণের সম্বরই হোক, বা বাংলার চচ্চড়ি, এই গাছের পাতা, ফুল বা ডাঁটার জুড়ি নেই৷ স্বাদে গুণে সজনেগাছের নানা অংশ অদ্বিতীয়৷
advertisement
3/11
খাদ্যগুণে ভরা সজনে ডাঁটার উপকারিতার শেষ নেই৷ ঋতু বদলের সময় ডায়েটে রাখতেই হবে সজনে ডাঁটা, সজনে ফুল, সজনে পাতা৷ মাছের ঝোল থেকে পাঁচমিশালি তরকারি সবেতেই দেওয়া হয় এই ডাঁটা।
advertisement
4/11
সজনে ডাঁটায় আছে প্রাকৃতিক শীতল উপাদান। এই ন্যাচারাল কুলিং বৈশিষ্ট্য গরমে শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখে। গরমে অতিরিক্ত ঘাম, ক্লান্তি ও হিটস্ট্রোক থেকে রক্ষাকবচ দেয় এই সবজি।
advertisement
5/11
নিয়মিত সজনে ডাঁটা খেলে আর্থ্রাইটিস ও অ্যালার্জির মতো সমস্যা নিয়ন্ত্রিত হয়।
advertisement
6/11
তবে সমস্যাও আছে। ডায়ারিয়া, পেট ফাঁপা, পেট ব্যথার মতো সমস্যায় এড়িয়ে চলতে হবে সজনে ডাঁটা ও সজনেপাতা৷ অ্যালার্জি এবং ত্বকে অন্য সংক্রমণও দেখা দিতে পারে৷
advertisement
7/11
মহিলাদের যৌনরোগ প্রশমিত করতে এবং তাঁদের সুস্থ রাখতে নিয়মিত সজনেডাঁটা খেতে ভুলবেন না৷
advertisement
8/11
সজনেডাঁটার খাদ্যগুণ আমাদের মরশুম পরিবর্তনের অসুস্থতায় নানাভাবে রোগ প্রতিরোধ শক্তি মজবুত করে৷ বলছেন পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর৷
advertisement
9/11
অন্তঃসত্ত্বা অবস্থাতেও ডায়েটে রাখুন সজনে ডাঁটা৷ ভাবী মা এবং গর্ভস্থ সন্তানের সুস্থতার জন্য খুবই প্রয়োজনীয় এই সবজি৷
advertisement
10/11
সজনের অ্যান্টি-অক্সিডেন্ট রক্তে সুগার লেভেল নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। প্রতিদিন মাত্র ৫০ গ্রাম সজনে পাতা খেলে ডায়বেটিস নিয়ন্ত্রণে থাকে। বিশেষ করে ডায়াবেটিসের রোগীদের জন্য আদর্শ এই চা।
advertisement
11/11
সজনে ডাঁটায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। তাই ঠান্ডা জ্বর এবং কাশি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Blood Sugar Control: বাজারে থরেথরে সাজানো, এটাই সিজন...! শিকড় থেকে ব্লাডসুগারকে উপড়ে আনে এই সবুজ আনাজ