Blood Pressure Control Tips in Winter: ছোট্ট কাজেই কেল্লা ফতে! শীতেও বাড়বে না ব্লাড প্রেশার! বিপদ এড়িয়ে সুস্থ থাকবে হার্টও
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Blood Pressure Control Tips in Winter: ফুড হ্যাবিট-সহ একাধিক কারণ থাকে হাইপার টেনশনের পিছনে। শীতে উচ্চ রক্তচাপের সমস্যা বেড়ে যায়। জানুন কী করবেন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে।
advertisement
1/9

ব্লাড প্রেশারের মতো সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই লাইফস্টাইল সংক্রান্ত। ফুড হ্যাবিট-সহ একাধিক কারণ থাকে হাইপার টেনশনের পিছনে। শীতে উচ্চ রক্তচাপের সমস্যা বেড়ে যায়। জানুন কী করবেন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে। বলছে পুষ্টিবিদ লভনীত বাত্রা।
advertisement
2/9
শীতে আলসেমি লাগলেও শরীরচর্চা বন্ধ রাখবেন না। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে শারীরিক কসর‍ত বজায় রাখুন। ফিজিক্যালি অ্যাক্টিভ থাকুন।
advertisement
3/9
লোভনীয় হাতছানি থাকলেও শীতে অতিরিক্ত তেলমশলার খাবার থেকে বিরত থাকুন। ডায়েটে এমন খাবার নিয়মিত রাখুন যাতে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। সুস্থ থাকে হার্ট।
advertisement
4/9
নুন যতটা সম্ভব কম খান। পাতে কাঁচা নুন পারলে খাবেনই না। শীতে নুন কম খেলে রক্তচাপ বশে থাকবে।
advertisement
5/9
ধূমপান এবং অ্যালকোহল সেবনে বাড়ে রক্তচাপ। তাই শীতে যতটা সম্ভব কম রাখুন এই মরশুমে।
advertisement
6/9
শীতে পর্যাপ্ত জলপান করুন। শরীর হাইড্রেটেট থাকলে রক্তচাপ বাড়তে পারে না। উপযুক্ত গরম জামা পরতেও ভুলবেন না। কারণ ঠান্ডা লাগলে বাড়বে ব্লাড প্রেশার।
advertisement
7/9
ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার বড় কারণ স্ট্রেস বা মানসিক উদ্বেগ। তাই স্ট্রেস কমানোর সব রকম উপায় মেনে চলুন।
advertisement
8/9
পর্যাপ্ত ঘুম খুবই দরকার। তাই দৈনিক রুটিনে ৮ ঘণ্টা ঘুম রাখতেই হবে। কম ঘুমে বেড়ে যায় ব্লাড প্রেশার।
advertisement
9/9
ব্লাড প্রেশারের ওষুধ খেতে হবে মনে করে। নিয়মিত চেক করুন রক্তচাপ। বেসিক স্বাস্থ্যবিধি মেনে চললে শীতেও বাড়বে না রক্তচাপ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Blood Pressure Control Tips in Winter: ছোট্ট কাজেই কেল্লা ফতে! শীতেও বাড়বে না ব্লাড প্রেশার! বিপদ এড়িয়ে সুস্থ থাকবে হার্টও