'এই' ব্লাড গ্রুপের ব্যক্তিদের স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি...! 'কাদের' কম? চেক করে নিন লিস্ট! আপনি নেই তো তালিকায়?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Blood Group Wise stroke Risk: A, B, AB এবং O গ্রুপের মধ্যে কাদের স্ট্রোকের ভয় সবথেকে বেশি? দেখে নিন তালিকা।
advertisement
1/11

রক্তের গ্রুপ এবং স্ট্রোকের মধ্যে সরাসরি সম্পর্ক আছে নাকি স্ট্রোকের জন্য জীবনধারা দায়ী? গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গবেষণায় বলা হচ্ছে রক্তের গ্রুপের রাসায়নিক গঠনের সঙ্গে স্ট্রোকের সরাসরি সম্পর্ক রয়েছে।
advertisement
2/11
বিশেষ বিষয় হল A, B, AB এবং O গ্রুপের মধ্যে কোন ব্লাড গ্রুপের মানুষ সবচেয়ে বেশি স্ট্রোকের ঝুঁকিতে থাকেন? উত্তর চমকে দেবে।
advertisement
3/11
স্ট্রোকের প্রবণতা দিন দিন বাড়ছে দেশে। আজকাল শুধু বয়স্ক মানুষজনের মধ্যেই নয় স্ট্রোকের ভয় বাড়ছে অল্প বয়সীদের মধ্যেও। মূলত বদলে যাওয়া জীবনধারা স্ট্রোকের জন্য দায়ী বলেই মনে করছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা।
advertisement
4/11
আজ এই প্রতিবেদনে কিছু ভিন্ন তথ্য তুলে ধরা হচ্ছে যা ব্যক্তির রক্তের গ্রুপের সঙ্গে সম্পর্কিত। সাধারণত চার ধরনের রক্তের গ্রুপ থাকে যেমন A, B, AB এবং O। জেনে নেওয়া যাক এই চার ব্লাড গ্রূপের মধ্যে কোন ব্লাড গ্রুপের মানুষের ৬০ বছর বয়সের আগে স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি। একটি গবেষণা অনুসারে, যাদের রক্তের গ্রুপ A , তাদের স্ট্রোকের ঝুঁকি সবথেকে বেশি।
advertisement
5/11
রক্তের গ্রুপের রাসায়নিক গঠনের সঙ্গে সম্পর্করক্তের গ্রুপের রাসায়নিক গঠন স্ট্রোকের সঙ্গে সম্পর্কযুক্ত। এটিতে বিভিন্ন ধরণের রাসায়নিক রয়েছে যা আপনার আরবিসি অর্থাৎ লাল রক্ত কোষে ভাসতে থাকে।
advertisement
6/11
গবেষণা আরও বলছে A গ্রুপের পরে B এবং AB রক্তের গ্রুপ স্ট্রোকের শিকার হয়। অন্যদিকে, O গ্রুপের মানুষের জন্য ঝুঁকি কম। আসলে স্ট্রোক এবং রক্তের গ্রুপের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে। কিন্তু জিনের পরিবর্তনও একটি গুরুত্বপূর্ণ কারণ।
advertisement
7/11
২০২২ সালে, জিনোমিক্স নিয়ে কাজ করা গবেষকরা একটি প্রতিবেদন প্রকাশ করেন। সেই রিপোর্টে A রক্তের গ্রুপ এবং স্ট্রোকের মধ্যে সম্পর্কের বিষয়ে পরামর্শ দেওয়া হয়। প্রায় ৪৮টি জেনেটিক্স গবেষণায় ১৭ হাজারেরও বেশি মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
advertisement
8/11
১৮ থেকে ৫৯ বছর বয়সি ব্যক্তিদেরও এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। সমীক্ষায় দেখা গিয়েছে যে রক্তের গ্রুপ A যাদের অন্যান্য রক্তের গ্রুপের তুলনায় স্ট্রোকের ঝুঁকি ১৬ শতাংশ বেশি। যাদের রক্তের গ্রুপ O ছিল তাদের স্ট্রোকের ঝুঁকি ১২ শতাংশ কম ছিল।
advertisement
9/11
O গ্রুপ ঝুঁকিতে সবচেয়ে কম:এই বিষয়ে ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের ভাস্কুলার নিউরোলজিস্ট স্টিভেন কিটনার বলেন, কেন A গ্রুপের ব্যক্তিরা সবচেয়ে বেশি স্ট্রোকের শিকার হন সে সম্পর্কে আরও সুনির্দিষ্ট গবেষণার প্রয়োজন রয়েছে।
advertisement
10/11
তবে এটা বলা যেতে পারে যে A ব্লাড গ্রুপের ব্যক্তিদের রক্ত জমাট বাঁধার সম্ভাবনা বেশি থাকে। আমেরিকায় প্রতি বছর প্রায় ৮ লাখ মানুষ স্ট্রোকের শিকার হন। যাদের অধিকাংশের বয়স ছিল ৫৫ থেকে ৬৫ বছরের মধ্যে।
advertisement
11/11
গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ ফলাফল বলছে, ৬০ বছর বয়সের আগে স্ট্রোক হয়েছে এমন ব্যক্তিদের সংখ্যা ৬০ বছর বয়সের পরে যাদের স্ট্রোক হয়েছে তাদের তুলনায় কম। এই সিদ্ধান্তে আসতে গবেষকরা ৬০ বছরের বেশি বয়সি প্রায় ৯ হাজার মানুষের ওপর গবেষণা করেছেন যারা স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
'এই' ব্লাড গ্রুপের ব্যক্তিদের স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি...! 'কাদের' কম? চেক করে নিন লিস্ট! আপনি নেই তো তালিকায়?