Stroke: এই ব্লাডগ্রুপের লোকেদের স্ট্রোকের সম্ভাবনা সবথেকে বেশি... অল্প বয়সে ঘটে যেতে পারে বিপদ! আপনার রক্ত এই গ্রুপের নয় তো?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
যাদের রক্তের গ্রুপ 'O' তাদের স্ট্রোকের ঝুঁকি ১২% কম! গবেষণায় বলা হয়েছে যে 'B' এবং 'AB' রক্তের গ্রুপের ক্ষেত্রে এই ঝুঁকি কম বা মিশ্র হতে পারে।
advertisement
1/5

আমরা জানি রক্তের সাধারণত চারটি গ্ৰুপ আছে। প্রতিটি ব্যক্তির রক্তের গ্রুপ আলাদা। জানলে আশ্চর্য হবেন যে এই ব্লাড গ্ৰুপ প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্ব, স্বাস্থ্য এবং প্রকৃতির উপর বিশেষ প্রভাব ফেলে। বিজ্ঞানী এবং গবেষকরা বিশ্বাস করেন যে বিভিন্ন রক্তের গ্রুপের মানুষের অভ্যাস, মেজাজ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভিন্ন।
advertisement
2/5
বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন যে, 'A' রক্তের গ্রুপের লোকেদের ৬০ বছর বয়সের আগে স্ট্রোক হওয়ার সম্ভাবনা ১৬% বেশি থাকে। একটি নতুন জেনেটিক গবেষণা অনুসারে এর অর্থ হল, 'A' রক্তের গ্রুপের লোকের অল্পবয়সে স্ট্রোক হওয়ার কিছুটা হলেও বেশি।
advertisement
3/5
প্রতি বছর বিশ্বে দেড় কোটির বেশির মানুষ স্ট্রোকে আক্রান্ত হন। কোনও কিছু ভাল করে বোঝার আগেই ঘটে যায় চরম বিপদ।
advertisement
4/5
যাদের রক্তের গ্রুপ 'O' তাদের স্ট্রোকের ঝুঁকি ১২% কম! গবেষণায় বলা হয়েছে যে 'B' এবং 'AB' রক্তের গ্রুপের ক্ষেত্রে এই ঝুঁকি কম বা মিশ্র হতে পারে।
advertisement
5/5
গবেষণাটি ৪৮টি ভিন্ন জেনেটিক গবেষণার তথ্যের উপর ভিত্তি করে তৈরি। গবেষণায় ১৭,০০০ স্ট্রোক রোগী (১৮ থেকে ৫৯ বছর বয়সী) এবং ৬০০,০০০ সুস্থ মানুষের তথ্য ব্যবহার করা হয়েছে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Stroke: এই ব্লাডগ্রুপের লোকেদের স্ট্রোকের সম্ভাবনা সবথেকে বেশি... অল্প বয়সে ঘটে যেতে পারে বিপদ! আপনার রক্ত এই গ্রুপের নয় তো?