Black Raisins Health Benefits: কোষ্ঠকাঠিন্য থেকে উচ্চরক্তচাপ, একাধিক সমস্যা থেকে মুক্তি দেয় এই কালো ফল
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Black Raisins Health Benefits : আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, রোজ সকালে খালি পেটে আগের রাতে ভিজিয়ে রাখা কালো কিশমিশ খেতে হবে৷
advertisement
1/8

শীতকালীন সে প্রতিরোধী খাবারের মধ্যে অন্যতম কালো কিশমিশ৷ বাড়তি ওজন, কোলেস্টেরল, উচ্চরক্তচাপ-সহ একাধিক শারীরিক সমস্যা নিয়ন্ত্রণ করে কালো কিশমিশ৷ চুল পড়ার সমস্যা, কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যায় কিশমিশ জাদুর মতো কাজ করে৷
advertisement
2/8
টক মিষ্টি স্বাদের এই কিশমিশ তৈরি হয় এক বিশেষ রকমের কালো আঙুর থেকে৷ কেক, ক্ষীর, বরফির মতো মিষ্টি খাবারে এই কিশমিশ দেওয়া যায়৷ খাওয়ার আগে এক রাত জলে ভিজিয়ে রাখলে সবথেকে ভাল৷ তাহলে অ্যান্টি অক্সিড্যান্ট বৈশিষ্ট্য বাড়ে৷ আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, রোজ সকালে খালি পেটে আগের রাতে ভিজিয়ে রাখা কালো কিশমিশ খেতে হবে৷
advertisement
3/8
আয়ুর্বেদ বিশেষজ্ঞ দীক্ষা ভাস্বরের মতে এর একাধিক গুণ আছে। কালো কিশমিশে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম ও আয়রন৷ এতে থাকা অতিরিক্ত ক্যালসিয়াম হাড় মজবুত করে৷ প্রতিরোধ করে অস্টিওপোরোসিস৷
advertisement
4/8
শীতকালে চুল অতিরিক্ত রুক্ষ ও শুষ্ক হয়ে গলে একদিন অন্তর একদিন খান কালো কিশমিশ৷ আয়রন ও ভিটামিন সি-এর উৎস কালো কিশমিশ চুলের পুষ্টিসাধন করে৷
advertisement
5/8
উচ্চরক্তচাপ রোগীদের কাছে কালো কিশমিশ আশীর্বাদস্বরূপ৷ এতে থাকা পটাশিয়াম রক্তে সোডিয়ামের মাত্রা কমিয়ে দেয়৷ ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে৷
advertisement
6/8
কালো কিশমিশে আছে প্রচুর ফাইবার৷ ফলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় এটি আরামদায়ক ও ফলপ্রসূ৷
advertisement
7/8
কালো কিশমিশে থাকা আয়রন রক্তাল্পতা রোধ করে৷ রক্তাল্পতায় আক্রান্তদের রোজ অন্তত একমুঠো করে হলেও কালো কিশমিশ খাওয়া প্রয়োজন৷
advertisement
8/8
এছাড়া গ্যাস, অম্বলের সমস্যাতেও খুবই কার্যকর কালো কিশমিশ৷ তাই এখানেও সেই প্রবাদ মনে রাখুন যে কালো হল জগতের আলো৷ এবং শীতে নিয়মিত খান কালো কিশমিশ৷ তবে পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বাঁচতে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Black Raisins Health Benefits: কোষ্ঠকাঠিন্য থেকে উচ্চরক্তচাপ, একাধিক সমস্যা থেকে মুক্তি দেয় এই কালো ফল