Bitter Gourd Leaves: সস্তার ’শাকেই’ বাজিমাত! জব্দ হবে হৃদরোগ থেকে বদহজম! বুলেট গতিতে কমবে ওজন
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Bitter Gourd Leaves: সকলের বাড়িতেই প্রায়ই লাউ শাক খাওয়া হয়। সহজলভ্যতা তুলনামূলক ভাবে বেশি এবং এটা দামে অপেক্ষাকৃত সস্তা।
advertisement
1/8

সকলের বাড়িতেই প্রায়ই লাউ শাক খাওয়া হয়। সহজলভ্যতা তুলনামূলক ভাবে বেশী এবং এটা দামে অপেক্ষাকৃত সস্তা।
advertisement
2/8
পটাশিয়াম, বিটা ক্যারোটিন, ভিটামিন সি, ফাইবার, ক্যালসিয়াম, ফসফরাস, এবং অন্যান্য উপাদানে সমৃদ্ধ লাউ শাক ভর্তা, ভাজা, তরকারি, বা রস করেও খাওয়া যায়। লাউ শাকের কী কী উপকারিতা আছে জেনে নিন-
advertisement
3/8
রক্ত উৎপাদনে সাহায্য করেঃলাউ শাকে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিন ও লোহিত কণিকার পরিমাণ বাড়ায়। যা দেহে রক্তের পরিমাণ বাড়ায়।
advertisement
4/8
হাড় শক্ত ও মজবুত করেঃলাউ শাকে আছে ক্যালসিয়াম ও ফসফরাস। এই শাক খেলে হাড় শক্ত ও মজবুত হয়। তাই বাড়ন্ত শিশুদের হাড় সুগঠিত করার জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় লাউ শাক রাখা উচিত।
advertisement
5/8
ঠান্ডাজনিত সমস্যা কমায়ঃলাউ শাকে ভিটামিন সি-এর পরিমাণ অনেক বেশি। এই শাক ঠান্ডা, সর্দি, এবং ঠান্ডাজনিত অন্যান্য ক্রোনিক ডিজিজকে দূরে রাখে।
advertisement
6/8
শরীর ঠান্ডা রাখেঃলাউ শাক শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে শরীর ঠান্ডা রাখে। একই সঙ্গে এই শাক মস্তিষ্কও ঠান্ডা রাখে। ফলে উত্তেজনা ও রাগ নিয়ন্ত্রণে থাকে। আবার এই শাক ঘুমের সমস্যাও দূর করে। ফলে অনিদ্রা রোগীদের জন্য লাউ শাক আদর্শ একটা খাবার।
advertisement
7/8
পাকস্থলী সুস্থ রাখেঃলাউ শাক ফাইবারের একটা উৎকৃষ্ট উৎস। এটা কোষ্ঠকাঠিন্য পরিষ্কার রাখে এবং পাইলস প্রতিরোধ করে। লাউ শাক ফাইবার সমৃদ্ধ তাই অনেকক্ষণ পেটে থাকে। আবার এই শাকে ক্যালরি ও ফ্যাট অনেক কম। ফলে ক্ষুধা কমে যায় এবং ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।
advertisement
8/8
দৃষ্টিশক্তি বাড়ায়ঃলাউ শাকে রয়েছে বিটা ক্যারোটিন, লুটেইন, এবং জিয়াজ্যান্থিন নামক উপাদান। লুটেইন এবং জিয়াজ্যান্থিন দৃষ্টিশক্তি বাড়ায় এবং চোখের নানা ধরণের রোগ প্রতিরোধ করে। আবার এর বিটা ক্যারোটিন রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bitter Gourd Leaves: সস্তার ’শাকেই’ বাজিমাত! জব্দ হবে হৃদরোগ থেকে বদহজম! বুলেট গতিতে কমবে ওজন