Biriyani: বাড়িতে বানানো বিরিয়ানির মাংস কীভাবে নরম-তুলতুলে হবে? জেনে নিন সিক্রেট টিপস, সবাই হাত-চেটে খাবে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
চিকেন হোক বা মটন বিরিয়ানি, তখন-ই জমবে যখন মাংস হবে নরম, তুলতুলে! মুখে দিলেই মিলিয়ে যাবে মটনের টুকরো! কীভাবে বিরিয়ানির মাংস নরম-তুলতুলে হবে? রইল সিক্রেট টিপস--
advertisement
1/6

বাঙালি মানেই বিরিয়ানি প্রেমী! তবে চিকেন হোক বা মটন বিরিয়ানি, তখন-ই জমবে যখন মাংস হবে নরম, তুলতুলে! মুখে দিলেই মিলিয়ে যাবে মটনের টুকরো! কীভাবে বিরিয়ানির মাংস নরম-তুলতুলে হবে? রইল সিক্রেট টিপস--
advertisement
2/6
বাজার থেকে মাংস এনে গরম জলে ধুয়ে পরিষ্কার করে নিন। রান্নার আগে মাংস নুন দিয়ে হালকা ভাপিয়ে নিতে পারেন মাংস। তা হলে রাঁধার সময়ে তা নরমও হবে, রান্নাও তাড়াতাড়ি হবে।
advertisement
3/6
ম্যারিনেট করার সময়ে ব্যবহার করতে পারেন পেঁপে। আনারস কুরিয়েও মিশিয়ে দিতে পারেন মাংসে, খুব তাড়াতাড়ি মাংস নরম হয়ে যায়।
advertisement
4/6
ম্যারিনেশনের সময় জায়ফল ব্যবহার করতে পারেন। জায়ফল গুঁড়ো মাংস খুব তাড়াতাড়ি নরম করে।
advertisement
5/6
যে-কোনও মাংস রান্না করুন ঢিমে আঁচে। মটনের ক্ষেত্রে হালকা আঁচে অনেকক্ষণ ধরে কষালেই মাংস নরম হয়ে যায়। চাইলে অল্প অল্প করে গরম জল দিতে পারেন।
advertisement
6/6
কোন অংশের মাংস কিনছেন, তার উপরেও কিন্তু নির্ভর করে মাংস শক্ত হবে না নরম হবে। সাধারণত মুরগির ব্রেস্ট পিসের মাংস একটু শক্ত হয়। সে ক্ষেত্রে ওই অংশের মাংস বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখুন
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Biriyani: বাড়িতে বানানো বিরিয়ানির মাংস কীভাবে নরম-তুলতুলে হবে? জেনে নিন সিক্রেট টিপস, সবাই হাত-চেটে খাবে