TRENDING:

Travel Spot: আর যেতে হবে না দূরে, বাংলাতেই রয়েছে পরিযায়ী পাখিদের স্বর্গরাজ্য, শীতে উপচে পড়া ভিড়

Last Updated:
Travel Spot: শীতের মরশুমে পরিযায়ী পাখিদের স্বর্গরাজ্য জেলার এই স্থানকে ঘিরে ইকো ট্যুরিজম তৈরির ভাবনা। প্রশাসনের তরফ থেকেও বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে বলে জানা গিয়েছে। এখন দেখার প্রকৃতির এই সুন্দর রূপকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে আগামী দিনে কি বিশেষ পদক্ষেপ নেওয়া হয়।
advertisement
1/6
আর যেতে হবে না দূরে, বাংলাতেই রয়েছে পরিযায়ী পাখিদের স্বর্গরাজ্য, শীতে উপচে পড়া ভিড়
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: প্রকৃতি যেন থমকে গিয়েছে এখানে, শীতের মরশুমে প্রকৃতির কোলে এই জায়গায় আসলে আর ফিরে যেতে ইচ্ছে করে না কোলাহলের জীবনে। তাই প্রকৃতিপ্রেমীদের কাছে জেলার অন্যতম আকর্ষণীয় স্থান গোবরডাঙ্গার এই বাওর। আগে এটি যমুনার সঙ্গে যুক্ত ছিল। নদীর জোয়ার ভাটার প্রভাব পড়ত এই বাওরে। এরপর যমুনা মজে তৈরি হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। মহিলাদের হাতের কাঁকনের মতো আকৃতি হওয়ায়, এই বাওরের নাম হয় কঙ্কোনা বাওর বলেন এলাকার মানুষজন।
advertisement
2/6
প্রায় ৬০০ বিঘা জমির উপর এই হ্রদ। মূলত গোবরডাঙ্গা ও মেদিয়ার উদ্বাস্তু কলোনির কয়েকটি গ্রাম এই জলাশয় টিকে ঘিরে রেখেছে। হ্রদের একদিকে গোবরডাঙ্গা ও অপরদিকে স্বরূপনগর। বাওরের দুই পাড়ে রয়েছে প্রায় ৩০০ মৎস্যজীবী পরিবার। এই বাওরই তাদের ভাত যোগায়।
advertisement
3/6
বর্ষায় এই হ্রদ জলে পরিপূর্ণ হয়ে ওঠে, তখন যেন ভরা যৌবনের রূপ বাওরের। শীতে বাওর হয়ে ওঠে ল্যাসময়, দেশ-বিদেশের হাজারও পাখি এই সময় ভিড় জমায় হ্রদে। ইতিমধ্যেই হাজির হয়েছে সাইবেরিয়ান বালি হাঁস, পানকৌড়ি, মাছরাঙ্গা, সরালি থেকে আরও নানা প্রজাতি। বাওরের তীরে তাল গাছে বাসা বাঁধে বাবুই। বসন্তের ছোঁয়ায় লাল চোখ কোকিল খুঁজে বেড়ায় তার প্রিয়তমাকে।
advertisement
4/6
তাই এখানে ঘুরতে আসা মানুষজন হারিয়ে যান প্রকৃতির কোলে। বর্তমানে এই বাওরকে ঘিরে এলাকার মানুষের দাবি তৈরি হোক একটি ইকো ট্যুরিজম। পরিকল্পনা মাফিক একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠলে বদলে যাবে এলাকার আর্থসামাজিক প্রেক্ষাপট।
advertisement
5/6
পাখিপ্রেমীদের সারাবছরই ভিড় লেগে থাকে কঙ্কণা বাওরে। এই ভিড়কে যদি বাণিজ্যে রূপান্তরিত করা যায়, তাহলে সুখের মুখ দেখতে পারেন এলাকার মৎস্যজীবী থেকে শুরু করে অগুন্তি মানুষ।
advertisement
6/6
প্রশাসনের তরফ থেকেও বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে বলে জানা গিয়েছে। এখন দেখার প্রকৃতির এই সুন্দর রূপকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে আগামী দিনে কি বিশেষ পদক্ষেপ নেওয়া হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Travel Spot: আর যেতে হবে না দূরে, বাংলাতেই রয়েছে পরিযায়ী পাখিদের স্বর্গরাজ্য, শীতে উপচে পড়া ভিড়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল