TRENDING:

Good Luck Bird: শালিক নয়...! 'এই' ২ পাখিই জীবনে সৌভাগ্য বয়ে আনে ম্যাজিকের মতো! দেখলেই স্যালুট ঠোকেন সবাই

Last Updated:
Bird Interesting Fact: ১ শালিক দেখলেই দিন খারাপ, ২ শালিক মানেই দিন ভাল। বাংলায় এমন একটা বিশ্বাস বহু মানুষের মধ্যেই আছে। ১টি শালিক পাখি দেখলে তা দুর্ভাগ্য ডেকে আনে বলে মনে করেন অনেকেই। কিন্তু জানেন কি শালিক নয়, 'এই' ২ পাখিই জীবনে সৌভাগ্য বয়ে আনে ম্যাজিকের মতো!
advertisement
1/9
শালিক নয়...! 'এই' ২ পাখিই জীবনে সৌভাগ্য বয়ে আনে ম্যাজিকের মতো! বলুন তো কোন পাখি?
Good Luck Bird: ১ শালিক দেখলেই দিন খারাপ, ২ শালিক মানেই দিন ভাল। বাংলায় এমন একটা বিশ্বাস বহু মানুষের মধ্যেই আছে।
advertisement
2/9
১ শালিক দেখলেই দিন খারাপ, ২ শালিক মানেই দিন ভাল। বাংলায় এমন একটা বিশ্বাস বহু মানুষের মধ্যেই আছে। ১টি শালিক পাখি দেখলে তা দুর্ভাগ্য ডেকে আনে বলে মনে করেন অনেকেই। কিন্তু জানেন কি শালিক নয়, 'এই' ২ পাখিই জীবনে সৌভাগ্য বয়ে আনে ম্যাজিকের মতো!
advertisement
3/9
এক শালিক দেখে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন এমন মানুষও কম নেই। এমনকি অনেকে তো ১টি শালিক পাখিকে ঘুরতে দেখলে অন্য ১টি শালিককে পাশে দেখার চেষ্টাও করেন। আর তা না পেলে মনে মনে উদ্বিগ্ন হন এই ভেবে যে দিনের বোধহয় সর্বনাশ হয়ে গেল।
advertisement
4/9
কিন্তু এই সবই নেহাত মানুষের বিশ্বাস ছাড়া তো কিছু নয়। কিন্তু এমন বিশ্বাস কী কেবল বাংলাতেই চলে? উত্তর খুঁজতে গিয়ে জানা যাচ্ছে, একেবারেই না। দেশে দেশে, কালে কালে মানুষের মনের গভীরে এমন ধরণের বিশ্বাস টিকে আছে বেশ বহাল তবিয়তেই।
advertisement
5/9
যেমন এই একই বিশ্বাসে ডুবে আছেন ব্রিটিশরা। যেমন ব্রিটেনে শালিক পাখি দেখতে পাওয়া যায় না। তবে ম্যাগপাই পাখি খুবই চেনা একটি পাখি।
advertisement
6/9
ব্রিটিশরা বিশ্বাস করেন ১টি ম্যাগপাই পাখি নজরে পড়াটা মানেই খারাপ সময় অপেক্ষা করছে। ২টি ম্যাগপাই একসঙ্গে দেখলে অবশ্য বাঁচোয়া। দিন ভাল হয়ে যাবে বলেই বিশ্বাস মানুষের।
advertisement
7/9
কোনও কারণে ব্রিটিশরা যদি ১টি ম্যাগপাই পাখি দেখে ফেলেন তখন তাঁরা তাঁর কুশাল জিজ্ঞাসা করেন। এটাই রীতি। এতে ব্রিটিশরা মনে করেন যে তাঁদের দুর্ভাগ্যের সম্ভাবনা কমে যায়। একটি ম্যাগপাই দেখলে তাই তৎক্ষণাৎ রাস্তায় দাঁড়িয়ে পড়ে পাখির কুশল জিজ্ঞাসা করেন তাঁরা।
advertisement
8/9
আসলে শালিক হোক বা ম্যাগপাই, পশ্চিমবঙ্গ হোক বা ব্রিটেন, বিশ্বাস কোথাও গিয়ে এক সূত্রে বাঁধা। মানুষের মনের বিশ্বাস দেশ কাল নির্বিশেষে একইরকম হয়ে যায়।
advertisement
9/9
দেখা যায় এই একটি দেশের মাটিতে পা রেখে এক পাখিকে দেখলে স্যালুট করেন মানুষজন। দুই পাখি দেখলে হন খুশি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Good Luck Bird: শালিক নয়...! 'এই' ২ পাখিই জীবনে সৌভাগ্য বয়ে আনে ম্যাজিকের মতো! দেখলেই স্যালুট ঠোকেন সবাই
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল