TRENDING:

Birbhum Tourism: একদিনের ছুটিতে মনের শান্তি, প্রাণের তৃপ্তি...ঘুরে আসুন বাঁকুড়ার এই মন্দির থেকে

Last Updated:
কলকাতা থেকে কাছে, তারাপীঠ যাওয়ার পথে ঘুরে আসুন এই মন্দির থেকে
advertisement
1/5
একদিনের ছুটিতে ঘুরে আসুন এই মন্দির থেকে,মিলবে মনের তৃপ্তি
বীরভূম,সৌভিক রায়: বীরভূমে একদিকে যেমন রয়েছে মা তারার সিদ্ধপীঠ তারাপীঠ মন্দির,ঠিক তেমনই রয়েছে কবিগুরুর শান্তিনিকেতন। পাশাপাশি পাঁচটি সতিপীঠ। তার মধ্যে অন্যতম মা নন্দীকেশ্বরীর মন্দির। বীরভূম জেলার সাঁইথিয়া স্টেশনের ঠিক পাশেই অবস্থিত এই মন্দির
advertisement
2/5
মা নন্দীকেশ্বরীর মন্দির ঘিরে রয়েছে নানা জনশ্রুতি। যার মধ্যে অন্যতম সাধক বামাখ্যাপার সিদ্ধিলাভের কাহিনী। সাধক বামাখ্যাপার এখানে এসে মা তারার আরাধনা করতেন
advertisement
3/5
পরবর্তীকালে তাঁদের পূর্ব পুরুষ ও স্থানীয় মানুষজন মিলে এই মন্দির তৈরি করেন। শুধু মা নন্দীকেশ্বরীর মন্দিরই নয়, এখানে গড়ে উঠেছে একটি জগন্নাথ মন্দিরও। মূলত মন্দির কমিটির তরফেই এই জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে।
advertisement
4/5
নন্দিকেশ্বরীতলায় আছে নানা দেবদেবীর মন্দির। মহাসরস্বতী, মহালক্ষ্মী, বিষ্ণুলক্ষ্মী, জলারামবাবার মন্দির, হনুমান মন্দির, জগন্নাথদেবের মন্দির, কালীয়দমন মন্দির আছে একই অঙ্গনে। এগুলির মধ্যে কালীয়দমন মন্দিরটি সবথেকে প্রাচীন
advertisement
5/5
এখানে আসবেন কীভাবে? কলকাতা,হাওড়া, শিয়ালদহ স্টেশন থেকে যে কোনও ট্রেন ধরে নামতে পারেন সাঁইথিয়া স্টেশন। স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র ২ মিনিট দূরে অবস্থিত এই প্রাচীন মন্দির। অন্যদিকে তারাপীঠ থেকে যে কোনও অটো বা বাস ধরে খুব সহজে পৌঁছে যেতে পারেন এই মন্দিরে
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Birbhum Tourism: একদিনের ছুটিতে মনের শান্তি, প্রাণের তৃপ্তি...ঘুরে আসুন বাঁকুড়ার এই মন্দির থেকে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল