Bike Problem and Solution: বাইক সাইড স্ট্যান্ডে রেখে দেন নাকি! বড় সর্বনাশ হয়ে যাচ্ছে আপনার প্রিয় বাহনের, রইল এক্সপার্টের টিপস
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Bike Problem and Solution: বাইক সাইড স্ট্যান্ডে রেখে এই ক্ষতিগুলি করছেন না তো!
advertisement
1/5

স্বল্প সময়ের জন্য সাইড স্ট্যান্ডে বাইক রাখা তেমন সমস্যার নয়। কিন্তু দীর্ঘক্ষণ বা প্রতিদিনের অভ্যাস হিসেবে যদি সাইড স্ট্যান্ড ব্যবহার করা হয়, তাহলে তা বাইকের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। বিশেষ করে যারা প্রতিদিন অফিস, বাজার বা ছোটখাটো কাজে বাইক রেখে যান, তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়।
advertisement
2/5
বাইক মেকানিক তাপস মণ্ডলের মতে, সাইড স্ট্যান্ড সরাসরি বাইকের চেসিসের সঙ্গে যুক্ত থাকে। ফলে দীর্ঘ সময় সাইড স্ট্যান্ডে বাইক রাখা হলে চেসিসের জয়েন্টে অতিরিক্ত চাপ পড়ে। এর ফলে ধীরে ধীরে সেই অংশ দুর্বল হয়ে যেতে পারে, যা বাইকের ভারসাম্য নষ্ট করে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।
advertisement
3/5
শুধু চেসিস নয়, সাইড স্ট্যান্ডে দীর্ঘদিন বাইক রাখলে টায়ারও ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ এই অবস্থায় বাইকের পুরো ওজন মূলত দু’টি টায়ারের ওপর পড়ে। দীর্ঘ সময় একইভাবে ওজন বহনের ফলে টায়ারে ফ্ল্যাট দাগ তৈরি হতে পারে, যা টায়ারের স্থায়িত্ব কমিয়ে দেয়। সেন্টার স্ট্যান্ড ব্যবহার করলে অন্তত একটি টায়ার এই চাপ থেকে মুক্ত থাকে।
advertisement
4/5
এছাড়াও নিয়মিত সাইড স্ট্যান্ড ব্যবহারে জ্বালানি ব্যবস্থার ওপরও প্রভাব পড়তে পারে। বিশেষ করে যেসব বাইকে ইঞ্জিন ইমোবিলাইজার নেই, সেগুলিতে ইনজেক্টরের ওপর জ্বালানির চাপ তৈরি হয়ে জ্বালানির লেভেল সরে যাওয়ার সম্ভাবনা থাকে। দীর্ঘদিন এমন হলে পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে।
advertisement
5/5
আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পার্কিং স্পেস। সাইড স্ট্যান্ডে বাইক রাখলে তুলনামূলকভাবে বেশি জায়গা দখল করে। সেন্টার স্ট্যান্ড ব্যবহার করলে বাইক সোজা থাকে এবং কম জায়গা নেয়। তাই সম্ভব হলে এবং সময় থাকলে সাইড স্ট্যান্ডের বদলে সেন্টার স্ট্যান্ড ব্যবহার করাই বাইক ও নিজের নিরাপত্তার জন্য বেশি উপকারী।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bike Problem and Solution: বাইক সাইড স্ট্যান্ডে রেখে দেন নাকি! বড় সর্বনাশ হয়ে যাচ্ছে আপনার প্রিয় বাহনের, রইল এক্সপার্টের টিপস