Sikkim Trip: পর্যটকদের জন্য বিরাট খুশির খবর! অবশেষে খুলল উত্তর সিকিম! কিন্তু চাইলেই যেতে পারবেন না আপনি, জানুন শর্ত
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Sikkim Trip: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে উত্তর সিকিমে ফের চালু হচ্ছে পর্যটন কার্যক্রম। লাচুং, ইয়ুমথাং, জিরো পয়েন্ট এবং ইউমেসামডং–এর মতো জনপ্রিয় পর্যটনস্থলে ভ্রমণের অনুমতি মিলবে, তবে একাধিক নতুন নিয়ম মেনে।
advertisement
1/6

*সিকিম, ঋত্বিক ভট্টাচার্য: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে উত্তর সিকিমে ফের চালু হচ্ছে পর্যটন কার্যক্রম। লাচুং, ইয়ুমথাং, জিরো পয়েন্ট এবং ইউমেসামডং–এর মতো জনপ্রিয় পর্যটনস্থলে ভ্রমণের অনুমতি মিলবে, তবে একাধিক নতুন নিয়ম মেনে। সিকিম সরকারের পর্যটন ও নাগরিক বিমান চলাচল দফতর (Tourism & Civil Aviation Department) এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। পর্যটকদের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা ও টেকসই পর্যটন নিশ্চিত করতেই এই নির্দেশিকা কার্যকর হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
advertisement
2/6
*সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর সিকিমে ভ্রমণের জন্য সমস্ত পারমিট কমপক্ষে একদিন আগে ইস্যু করতে হবে। একইদিনে পারমিট দেওয়া হবে না। পর্যটকদের নির্দিষ্ট সফরসূচি মেনে চলতে হবে, বিশেষ করে লাচুং যাত্রার ক্ষেত্রে ‘৩ দিন, ২ রাত’-র ভ্রমণসূচি বাধ্যতামূলক। নির্ধারিত এলাকার বাইরে অনুমতিহীন ভ্রমণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে জরিমানা ও শাস্তি প্রযোজ্য হবে সিকিম ট্যুরিস্ট ট্রেড অ্যাক্ট, ২০২৪ অনুযায়ী।
advertisement
3/6
*পর্যটন সংস্থা ও ট্রাভেল এজেন্সিগুলিকেই পর্যটকদের নিরাপত্তা ও দায়িত্ব নিতে হবে। স্থানীয় ভূখণ্ড সম্পর্কে অভিজ্ঞ চালক নিয়োগের পরামর্শ দিয়েছে দফতর। জরুরি পরিস্থিতিতে, যেমন চিকিৎসা সংক্রান্ত কারণে ফিরে আসার প্রয়োজন হলে, সেনা বা সরকারি চিকিৎসকের অনুমতি নিতে হবে।
advertisement
4/6
*হঠাৎ আবহাওয়া খারাপ হওয়া বা রাস্তা বন্ধের মতো পরিস্থিতিতে পারমিট বাতিল হতে পারে। সেই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সরকারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। উচ্চ পার্বত্য অঞ্চলে যান চলাচলের সময় জেলা প্রশাসকের নির্ধারিত ট্রাফিক সূচি মেনে চলা বাধ্যতামূলক। তাছাড়া, সমস্ত ইস্যুকারী কর্তৃপক্ষ ও ট্রাভেল এজেন্সিকে প্রতিদিনের পর্যটন তথ্য সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে জরুরি অবস্থায় দ্রুত উদ্ধার ও উদ্ধার-তথ্য পাওয়া যায়।
advertisement
5/6
*আরও একটি পরামর্শ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিকিম ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের শুধুমাত্র সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমেই ট্যুর, ট্রেক ও অন্যান্য পরিষেবা বুক করতে হবে। এতে পর্যটকরা ঝামেলামুক্ত ও নিরাপদ অভিজ্ঞতা পাবেন বলে জানিয়েছে দফতর। সরকারি পর্যটন দফতরের ওয়েবসাইট www.sikkimtourism.gov.in -এ নিবন্ধিত ট্রাভেল এজেন্সির তালিকা পাওয়া যাবে।
advertisement
6/6
*অতিরিক্ত মুখ্য সচিবের স্বাক্ষরিত নির্দেশিকায় বলা হয়েছে, উত্তর সিকিমে নিরাপদ ও দায়িত্বশীল পর্যটনই এখন সরকারের অগ্রাধিকার। তাই ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটরদের এই নিয়মগুলি কঠোরভাবে মেনে চলতে হবে। লঙ্ঘন ধরা পড়লে জরিমানা ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sikkim Trip: পর্যটকদের জন্য বিরাট খুশির খবর! অবশেষে খুলল উত্তর সিকিম! কিন্তু চাইলেই যেতে পারবেন না আপনি, জানুন শর্ত